লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় টপ অর্ডার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ঠিক তখনই টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে উঠেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ১৮ মাস পর জাতীয় দলে নিজের প্রত্যাবর্তন ম্যাচেই রাহানে নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন। ব্যাট হাতে তাঁর লড়াকু ইনিংসেই ভারতীয় দল ফলোঅন রক্ষা করতে সক্ষম হয়।


অজিদের বিরুদ্ধে (IND vs AUS) লড়াকু ৮৯ রানের ইনিংস খেলেন রাহানে। তাঁর ও শার্দুল ঠাকুরের ১০৯ রানের পার্টনারশিপে ভর করেই ১৫২/৬ থেকে ২৯৬ রান পর্যন্ত ইনিংস নিয়ে যেতে সক্ষম হয় ভারতীয় দল। তৃতীয় দিনের শেষে রাহানেকে প্রশংসায় ভরালেন প্রতিপক্ষ দলের তারকা বোলার মিচেল স্টার্কও। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, 'ও দুর্দান্ত ক্রিকেট খেলল। আমরা সকলেই জিঙ্কসের (অজিঙ্ক রাহানে) দক্ষতার বিষয়ে অবগত। ও ব্যাট হাতে নিজের সেরাটা দিয়েছে। এক অনবদ্য ক্যাচের ফলেই সাজঘরে ফিরতে বাধ্য হয় ও।'


ভারতকে ২৯৬ রানে অল আউট করে অস্ট্রেলিয়া ১৭৩ রানের লিড নিতে সক্ষম হলেও, সম্পূর্ণ সন্তুষ্ট নন স্টার্ক। তাঁর মতে অস্ট্রেলিয়ান বোলিং বিভাগ আরও ভাল পারফর্ম করতে পারত। 'ভারত বেশ আগ্রাসী ব্য়াটিং করছে। আমরা ওদের ৩০০-র মধ্যে আটকে রাখতে পেরেছি বটে, তবে আরও ভাল করতে পারতাম। টস হারাটা বেশ কাজেই দিয়েছে। বোলিং লেংথে আমরা বেশি ফেরবদল করিনি বা তা নিয়ে আলোচনাও করিনি। তবে এই পিচে কিন্তু ম্যাচ গড়ালে আপনা আপনিই কিছু তারতম্য দেখা যেতে পারে' বলে মনে করছেন তারকা অজি ব্যাটার।


প্রসঙ্গত, ৮৯ রানের দুরন্ত ইনিংসে এই ম্যাচেই ৫০০০ হাজার রানের মাইলস্টোনও পেরিয়ে যান রাহানে। ১৩তম ভারতীয় ব্যাটার হিসাবে লাল বলের ক্রিকেটে পাঁচ হাজার রান সম্পূর্ণ করলেন তিনি। ১৮ মাস পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই (WTC Final 2023) ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন অজিঙ্ক রাহানে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর নিজের প্রত্যাবর্তন ম্যাচে অভিজ্ঞ রাহানে কেমন খেলেন, সেইদিকে সকলেরই নজর ছিল। হতাশ করলেন না রাহানে। যেখানে ভারতীয় টপ অর্ডার ওভালে চ্যাম্পিয়নশিপের প্রথম ইনিংসে ব্যর্থ হয়, সেখানে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ঝাঁ চকচকে ইনিংস খেলে সকলেরই নজর কাড়লেন রাহানে।


আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান