IND vs AUS WC 2023 Live: লড়াই শুধু জাডেজা-রাহানের, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৩১৮ রানে পিছিয়ে ভারত
WTC Final 2023 Score Live Updates: ওভালে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চাপে ভারত।
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৫১/৫। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৩১৮ রানে পিছিয়ে ভারত। ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে ও কে এস ভরত।
৪৮ রান করে নাথান লায়নের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন রবীন্দ্র জাডেজা। ভারতের স্কোর ১৪২/৫।
একশো পেরল ভারত। ২৮ ওভারের শেষে ভারতের স্কোর ১১১/৪।
মিচেল স্টার্কের বলে মাত্র ১৪ রান করে আউট বিরাট কোহলি। ভারতের স্কোর ৮৩/৪।
বড় রান করতে ব্যর্থ চেতেশ্বর পূজারা। গ্রিনের বলে ১৪ রানে বোল্ড হলেন ভারতের তিন নম্বর ব্যাটার। ৫০ রানেই তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া।
৩০ রান যোগ করে শুরুটা বেশ ভালই করেছিল ভারতীয় দল। তবে পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে ফের একবার চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। চা বিরতিতে দুই উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে ভারত। বর্তমানে ভারতের হয়ে ক্রিজে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি রয়েছেন। এই ম্যাচে ভারতের ভাগ্য অনেকটাই কিন্তু এই দুই তারকার ওপর নির্ভরশীল।
পরপর দুই ওভারে দুই ভারতীয় ওপেনারই সাজঘরে ফিরলেন। বল বুঝতে ভুল করে ১৩ রানে বোল্ড হলেন শুভমন গিল। স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়াকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন। ৩০ রানেই দুই উইকেট হারিয়ে ফেলল ভারত।
ভারতের হয়ে দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা শুরুটা ভালই করেছিলেন। ৩০ রান যোগও করে ফেলেছিলেন দুইজনে। তবে কামিন্সের এক ইনসুইংয়ে পরাস্ত হন রোহিত। এলবিডব্লু হয়ে ১৫ রানে সাজঘরে ফিরলেন তিনি।
ইনিংসে নিজের চতুর্থ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ৪৬৯ রানেই অল আউট করে দিলেন মহম্মদ সিরাজ। অজি অধিনায়ক শেষ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে নয় রানে আউট হন।
বড় শট মারতে গিয়ে ৯ রানে বোল্ড হয়ে গেলেন নাথান লায়ন। ম্যাচে নিজের তৃতীয় উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ৪৬৮ রানে নবম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়ানো অ্যালেক্স ক্যারিকে ৪৮ রানে ফেরালেন রবীন্দ্র জাডেজা। ৪৫৩ রানে অষ্টম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৯৫ রান খরচ করে ৪ উইকেট তুলে নিলেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৪২২/৭।
দুরন্ত ফিল্ডিংয়ে দিনের চতুর্থ সাফল্য। পরিবর্ত হিসাবে মাঠে নামা অক্ষর পটেলের থ্রোয়ে ৫ রানে সাজঘরে ফিরলেন মিচেল স্টার্ক। ৪০২ রানে সাত উইকেট হারাল অস্ট্রেলিয়া।
ছয় উইকেট হারিয়ে ৪০০ রানের গণ্ডি পার করে ফেলল অস্ট্রেলিয়া। ক্রিজে ১৩ রানে অ্যালেক্স ক্যারি ও চার রানে মিচেল স্টার্ক ব্যাট করছেন।
ধীরে ধীরে লড়াইয়ে ফিরছে ভারতীয় দল। ১২১ রানে স্মিথকে আউট করলেন সিরাজ। ৩৮৭ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া। পরপর তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে লড়াইয়ে ফিরছে ভারতীয় দল।
দিনের দ্বিতীয় সাফল্য পেল ভারত। গ্রিনকে ছয় রানে আউট করলেন মহম্মদ শামি। স্লিপে শুভমন গিল দারুণ একটি ক্যাচ ধরেন। ৩৭৬ রানে পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
২৮৫ রানের পার্টনারশিপ অবশেষে ভাঙল। ৩৬১ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ১৬৩ রানে হেডকে সাজঘরে ফেরত পাঠালেন মহম্মদ সিরাজ। এবার ভারতীয় বোলাররা দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
দিনের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করছে অস্ট্রেলিয়া। মাত্র ছয় ওভারেই ৩৪ রান যোগ করে ফেলেছেন হেড ও স্মিথ। ৯১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৬১/৩।
দিনের প্রথম ওভারের তৃতীয় বলেই চার হাঁকিয়ে নিজের শতরান পূরণ করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। প্রথম ওভারে নয় রান খরচ করলেন সিরাজ।
১৪৬ রানে অপরাজিত রয়েছেন ট্রাভিস হেড। প্রথম দিনের খেলা শেষে নিজের সাফল্যরহস্য খোলসা করতে গিয়ে হেড বলেন তিনি ইংল্যান্ডের পরিবেশের কথা মাথায় রেখে নিজের টেকনিকে সামান্য বদল ঘটিয়েছেন এবং তাতেই সাফল্যও মিলেছে। হেড বলেন, 'টস হারাটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু দলের হয়ে নিজের অবদান রাখতে পেরে খুশি। এখনও অবশ্য চারদিনের ক্রিকেট খেলা বাকি রয়েছে। ইংল্যান্ডে খেলার কথা মাথায় রেখে নিজের টেকনিকে কিছু বদল ঘটিয়েছি। ভাল প্রস্তুতির পর সাফল্য পেলে ভালই লাগে।'
প্রেক্ষাপট
লন্ডন: টস জিতেছিলেন রোহিত শর্মা। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2023) ফাইনালের প্রথম দিনের শেষে চাপ বাড়ল টিম ইন্ডিয়ার। শুরুটা ভাল করেছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু দিনের শেষে চালকের আসনে ক্যাঙ্গারু বাহিনী। দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ট্রাভিস হেড। শতরানের থেকে পাঁচ রান দূরে অপরাজিত থেকে দিনের শেষে মাঠ ছাড়লেন স্টিভ স্মিথও। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৩২৭ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
তবে স্মিথ-হেডের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়া বিরাট বড় স্কোরের দিকে অগ্রসর হচ্ছে। তবে দ্বিতীয় নতুন বলে প্রথম দিনের শেষবেলায় ভারতীয় বোলাররা যে পরিমাণ সিম, সুইং পেয়েছেন, তাতে আশার আলো দেখছেন পারস। প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, 'আমার দ্বিতীয় নতুন বল নেওয়ার পর বলটা কিছুটা সিম হচ্ছিল। সুতরাং, সকালের সেশনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা যদি সকালে কয়েকটি উইকেট নিতে পারি, তাহলে নিঃসন্দেহেই আবার ম্যাচে ফিরে আসব।'
এই ম্যাচের জন্য ভারতীয় দল চার ফাস্ট বোলার এবং একটি স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। আইসিসির বিচারে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার আর অশ্বিনের জায়গা হয় বেঞ্চে। এই নিয়ে প্রথম দিনে ভারতীয় বোলিং পারফরম্যান্স দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে পিচ এবং পরিবেশ দেখে নেওয়া এই সিদ্ধান্তটা সঠিকই ছিল বলে দাবি করছেন পারস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -