লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) ফের একবার ভারতের খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। ২০৯ রানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে পরাজিত হয় ভারতীয় দল। ম্যাচের পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য ২৮০ রানের প্রয়োজন ছিল, হাতে ছিল সাত উইকেট। বিরাট কোহলির (Virat Kohli) ক্রিজে উপস্থিতি ভারতের ভরসার অন্যতম প্রধান কারণ ছিল। তবে কোহলি কিন্তু ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অর্ধশতরানের দোরগোড়ায়, ৪৯ রানে স্কট বোল্যান্ড কোহলিকে সাজঘরে ফেরান।


বিগত কয়েকদিন ধরেই দিনের খেলা শেষ হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করছিলেন কোহলি। ম্যাচে পরাজয়ের পরেও তিনি ফের একবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট। চিনের দার্শনিক লাও ঝুর একটি উক্তি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই উক্তিতে লেখা, 'নীরবতা শক্তির বড় উৎস।'




অবশ্য বিরাট কোহলি একা নন, ভারতের তরুণ ওপেনার শুভমন গিলও (Shubman Gill) কিন্তু ম্যাচ হারার পর একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। ভারতীয় দলের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'এখানেই শেষ নয়।'


 






এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম