লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) একবারে শেষের দিকে চলে এসেছে। তিনটি ইনিংস শেষে চতুর্থ ইনিংস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখনও অবধি তিনটি ফলাফলই সম্ভব। এখনও একদিনেরও বেশি খেলা বাকি রয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচে আপাতত বেশ খানিকটা এগিয়ে থাকলেও, ভারতের ম্যাচ জেতাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। টিম ইন্ডিয়াকে এক দশকের খরা কাটিয়ে খেতাব জিততে করতে হবে বিশ্বরেকর্ড ৪৪৪ রান। তবে যদি ম্যাচ ড্র হয়, তাহলে সেক্ষেত্রে ভারত না অস্ট্রেলিয়া? খেতাব জিতবে কোন দল?
১৬.৩.৩ নিয়ম অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্রয়ে শেষ হয়, তাহলে দুই দলের মধ্যেই খেতাব ভাগাভাগি হবে এবং পুরস্কারমূল্যও দুই দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে। আইসিসির এই নিয়ম অনুযায়ী, 'ম্যাচ যদি ড্র, টাই বা পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে দুই দলকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে।'
অবশ্য ম্যাচে বৃষ্টির জন্য যদি কোনও ধরনের ব্যাঘাত ঘটে, তাহলে ম্যাচ শেষ করার জন্য একটি রিজার্ভ ডে বরাদ্দ রয়েছে বটে। এখনও পর্যন্ত বরুণদেব ম্যাচে কোনরকম বিঘ্ন ঘটাননি। তাই ম্যাচ রিজার্ভ ডেতে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অবশ্য রবিবার সামান্য বৃষ্টির (এক ঘণ্টা মতো) পূর্বাভাস রয়েছে বটে। তবে সেক্ষেত্রে রবিবারই খেলার সময়কাল খানিকটা বাড়িয়ে নষ্ট হওয়া ওভারগুলি বল করার সুযোগ রয়েছে। যদি ঘণ্টাখানেকের অধিক সময় ম্যাচ কোনও কারণে বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে রিজার্ভ ডে কার্যকরী হবে। ম্যাচে যেটুকু সময় নষ্ট হয়েছে, রিজার্ভ ডেতে কেবল সেটুকু সময়ই খেলা হবে।
প্রসঙ্গত, ম্যাচের চতুর্থ দিনের খেলার শুরুতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ১২৩ রান। দিনের শুরুটা ভারতীয় দল ভালভাবে করলেও, ম্যাচের রাশ ধীরে ধীরে সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নেন অজিরা, সৌজন্যে অ্যালেক্স ক্যারির দুর্দান্ত অর্ধশতরান ও মিচেল স্টার্কের আগ্রাসী ইনিংস। দিনের শুরুতেই মার্নাস লাবুশেনকে ৪১ রানে সাজঘরে ফেরান উমেশ যাদব। ক্যামেরন গ্রিনও ২৫ রানের বেশি করতে পারেননি। কিন্তু ক্যারি ও মিচেল স্টার্ক অজিদের হয়ে ষষ্ঠ উইকেটে ৯৩ রান যোগ করেন। ক্যারি ৬৬ রানে অপরাজিত থাকেন, স্টার্ক করেন ৪১ রান। আট উইকেটের বিনিময়ে ২৭০ রান তুলেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিরা ১৭৩ রানের লিড নিতে সক্ষম হওয়ায় ভারতের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪৪ রান।
আরও পড়ুন: লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা