নয়াদিল্লি: ফের একবার ইংল্যান্ডেই বসবে খেতাবি লড়াইয়ের আসর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2025) দিনক্ষণ ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। ২০২৩ থেকে ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের ফাইনাল আয়োজিত হবে 'হোম অফ ক্রিকেট' লর্ডসে।


পরের বছর ১১ জুন থেকে ১৫ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে লর্ডসে। ফাইনাল ম্যাচের জন্য একদিন রিজার্ভ ডেও রাখা হয়েছে। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও লর্ডসে আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা সাদাম্পটনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ২০২৩ সালের ফাইনাল আয়োজিত হয়েছিল ইংল্যান্ডেরই ওভালে। এবার অবশেষে লর্ডসে টেস্টের বেস্ট হওয়ার লড়াই আয়োজিত হবে।


 






নিয়ম মেনে দুই বছরের লম্বা সাইকেলের শেষে যে দুই দল তালিকার শীর্ষে থাকবে, তারাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে। বিগত দুইবারই ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল। এবারও কিন্তু তারা ফাইনালে নিজেদের জায়গা পাকা করার প্রবল দাবিদার। আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষেই রয়েছে রোহিত বাহিনী। দ্বিতীয় স্থানে রয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতের জয়ের শতকরা ৬৮.৫২, অস্ট্রেলিয়ার ৬২.৫০।


 






তবে রোহিত, গম্ভীররা ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়নশিপ ফাইনাল সরিয়ে অন্য স্থানে করার দাবি জানিয়েছিলন। টিম ইন্ডিয়া শিবিরের সেই দাবি যে মানা হয়নি, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ় জয় করেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্ট জিতেছে  ছয় উইকেটে। এই দুই জয়ের সুবাদেই নাজমুল হোসেন শান্তরা এক ধাক্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চার নম্বরে উঠে এল। এই প্রথমবার বাংলাদেশ পাকিস্তানের ঘরের মাঠে টেস্ট সিরিজ় জিতল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পাকিস্তানেরই ঘরের মাঠে বাবরদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ, ৬ উইকেটে জিতল দ্বিতীয় টেস্ট