লন্ডন: বর্তমান প্রজন্মের সর্বসেরা ব্যাটারদের কথা উঠলে স্টিভ স্মিথের (Steve Smith) নাম উঠে আসতে বাধ্য। নিজের ব্যাটিং দক্ষতা ফের একবার প্রমাণ করলেন অজ়ি তারকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপের মুখে অনবদ্য অর্ধশতরান হাঁকালেন স্মিথ। এই ইনিংসের সুবাদেই সচিন তেন্ডুলকরকে পিছনে ফেললেন স্মিথ, লর্ডসে সর্বকালীন রেকর্ডও গড়লেন তিনি।
'হোম অফ ক্রিকেটে' স্মিথের রেকর্ড এমনিই দুরন্ত। তবে এদিন স্মিথ যখন ব্যাট করতে নামেন, তখন শুরুতেই ১৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে ছিল অস্ট্রেলিয়া। তবে স্মিথ লড়াই চালান। ৬৬ রানের ইনিংস খেলে তিনি যখন সাজঘরে ফেরেন ততক্ষণে অস্ট্রেলিয়া বেশ খানিকটা লড়াইয়ে ফিরেছে। এদিন এই ৬৬ রানের ইনিংসে সুবাদে স্মিথই লর্ডসে টেস্ট ক্রিকেটে বিদেশি ক্রিকেটারদের মধ্য়ে সর্বকালের সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন। ৩৬ বছর বয়সি স্মিথ ছয় ম্যাচে ১০ ইনিংসে মোট ৫৯১ রান করেছেন। তিনি লর্ডসে তিনটি অর্ধশতরান ও একটি শতরান হাঁকান। এই মাঠে তাঁর সর্বাধিক স্কোর ২১৫ রান। স্মিথ এদিন আরেক অজ়ি ওয়ারেন ব্র্যাডসলিকে পিছনে ফেলে এই কৃতিত্ব নিজের নামে করেন।
তবে স্মিথ লড়াকু অর্ধশতরান করলেও অস্ট্রেলিয়া এদিন খুব একটা বেশি রান বোর্ডে তুলতে পারেনি। ২১২ রানেই অল আউট হয়ে যায় তাঁরা। প্রোটিয়াদের হয়ে বল হাতে আগুন ঝরান কাগিসো রাবাডা (Kagiso Rabada)। মূলত তাঁর বোলিংয়ে ভর করেই অস্ট্রেলিয়াকে অল্প রানে গুটিয়ে দিতে সক্ষম হয় রামধনুর দেশ। রাবাডা বল হাতে ৫১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। এই পাঁচ উইকেটের সুবাদেই রাবাডা এক কিংবদন্তিকে পিছনে ফেললেন।
হোম অফ ক্রিকেটে নিজের দুরন্ত রেকর্ডকে আরও একবার ঝালিয়ে নিলেন তারকা প্রোটিয়া ক্রিকেটার। এই ম্যাচেই কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডকে পিছনে ফেলে দিলেন তিনিl দক্ষিণ আফ্রিকার সর্বকালের চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেটসংগ্রাহক হলেন রাবাডা। ডোনাল্ডোর ৩৩০টি টেস্ট উইকেট সংখ্যাকে পিছনে ফেলে ৩৩২টি উইকেটের মালিক হয়ে গেলেন। প্রোটিয়া বোলারদের মধ্যে কেবল ডেল স্টেইন, শন পোলাক ও মাখায়া এনতিনিই রাবাডার থেকে অধিক টেস্ট উইকেট নিয়েছেন।