এবেখা: দুই ফেভারিট ভারত কিংবা অস্ট্রেলিয়া (India vs Australia) নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে সকলের চেয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি করলেন প্রোটিয়ারা। শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। টেস্টে টানা পাঁচ জয় প্রোটিয়াদের। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়াকে সিংহাসনচ্যুত করল দক্ষিণ আফ্রিকা। উঠে এল এক নম্বরে।
অ্যাডিলেডে গোলাপি বলে নৈশালোকের টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু তার একদিনের মধ্যে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হল প্যাট কামিন্সদের। এবেখাতে (সাবেক পোর্ট এলিজাবেথ) শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে ১০৯ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার জয়ে ভারতের চাপ আরও বাড়ল। ফাইনালে ওঠার দৌড়ে জটিল অঙ্কের ওপর নির্ভর করতে হবে রোহিত শর্মাদের।
ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৩-২০২৫) ১০টি টেস্ট ম্যাচ খেলে তারা জিতেছে ছ'টি ম্যাচে। একটি ম্যাচ ড্র হয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭৬। জয়ের হার ৬৩.৩৩ শতাংশ।
আরও পড়ুন: উত্তপ্ত আবহেই ফুটবল মাঠে ভারত বনাম বাংলাদেশ, গ্রুপে রয়েছে আর কোন দল?
পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে অস্ট্রেলিয়াকে। প্যাট কামিন্সরা ১৪টি টেস্ট খেলে ন'টিতে জিতেছে। একটি ম্য়াচ ড্র করেছে। অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৬০.৭১। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ১৬টি টেস্ট খেলার পর রোহিত শর্মারা জিতেছেন ন'টি ম্যাচে। পরাজয় দুই টেস্টে। জয়ের হার ৫৭.২৯ শতাংশ।