বেঙ্গালুরু: মুস্তাকে (Syed Mushtaq Ali Trophy) আরও একটি জয় ছিনিয়ে নিল বাংলা। চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রি কোয়ার্টারে ৩ রানে জিতে গেল বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চণ্ডীগড়। বল হাতে ম্য়াচ জেতানো পারফরম্য়ান্স করলেন সায়ন ঘোষ। একাই ৪ উইকেট তুলে নিলেন তিনি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্য়ান্স মহম্মদ শামির (Mohammed Shami)। শুধু বল হাতে নয়। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে ঝড় তুললেন তারকা পেসার। ১৭ বলে ৩২ রানের ইনিংস খেলেন বাংলার ডানহাতি এই পেসার। পরে বল হাতে একটি উইকেটও নেন তিনি।
অভিষেক পোড়েল ও করণ লাল দুজনে ওপেনিংয়ে নেমেছিলেন। ৮ রানে আউট হন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলা তরুণ উইকেট কিপার ব্য়াটার। ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন করণ লাল। নিজের ইনিংসে ১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান করণ। অধিনায়ক সুদীপ কুমার ঘরামি খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। মিডল অর্ডারে ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ১২ বলে ২৮ রানের ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া আর কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। একটা সময় মনে হচ্ছিল যে কোনওমতে হয়ত ১৩০ ছুঁতে পারবে বাংলা। সেখানেই অন্য়কিছু ভাবছিলেন মহম্মদ শামি। চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকেই বল হাতে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। বর্ডার গাওস্কর ট্রফিতে এখনও তিন টেস্ট বাকি। বিসিসিআই আদৌ শামিকে পাঠাবে কি না অস্ট্রেলিয়া, তা হয়ত সময়ই বলবে। কিন্তু এদিন প্রি কোয়ার্টারের গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্য়াট হাতেও ভরসা জোগালেন। শামির ব্যাট থেকে এদিন এল ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস। তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান শামি। তাঁকে যোগ্য সঙ্গ দেন প্রদীপ্ত প্রামানিক। ২৪ বলে ৩০ রানের ইনিংস খেলেন প্রদীপ্ত। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান প্রদীপ্ত। শেষ পর্যন্ত বাংলা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে তুলে নেয় ১৫৯।
জবাবে রান তাড়া করতে নেমে অধিনায়ক মনন ভোহরা ওপেনিংয়ে ২৩ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে রাজ বাওয়া ২০ বলে ৩২ রানের ইনিংস খেলেন। পরদীপ যাদব ১৯ বলে ২৭ রানের ইনিংস খেলেন। নিখিল শর্মা ১৭ বলে ২২ রানের ইনিংস খেলেন। বাংলার বোলারদের মধ্যে সায়ন ঘোষ সবচেয়ে সফল বোলার। নিজের ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট ঝুলিতে পুরে নেন সায়ন। কনিষ্ক ২ উইকেট নেন। তবে নিয়ন্ত্রিত বোলিং দেখা গেল শামিরও। ৪ ওভার ২৫ রানের বিনিময়ে ১ উইকেটও নেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্য়াডিলেডে বুমরা, সিরাজ ছাড়া ভারতীয় বোলিং লাইন আপকে চাপে মনে হয়েছে। এখন দেখার আদৌ শামিকে অস্ট্রেলিয়ার পাঠানোর চিন্তা ভাবনা করে কি না ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।