নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হওয়ার আগেই সোশ্য়াল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে যশ ধূল। অনেক সূত্র বলছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় ওয়ান ডে স্কোয়াডে ঢুকে পড়তে পারেন তরুণ এই ভারতীয় ব্য়াটার। 


চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যশ ধূলের নেতৃত্বেই ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর ঘরোয়া ক্রিকেটেও অভিষেক হয় দিল্লির হয়ে। এরপর থেকে ১০টি প্রথম শ্রেণির ম্যাচে মোট ৯৩৯ রান করেছেন। ৪টি শতরান ও ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। গড় ছিল ৬৭। ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ফর্ম্যাটে ৬ ম্যাচে ১৯১ রান করেছেন যশ। একটি অর্ধশতরানও রয়েছে ঝুলিতে। 


 






 






 


শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেই বিরাট, রোহিত?


 শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই সিরিজে নাও খেলতে পারে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এখনও পর্যন্ত রোহিতের (Rohit Sharma) আঙুলের চোট সারেনি। দ্বিতীয় ওয়ান ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন। তবে তাদের ২ জনকেই ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে হয়ত। তবে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।


সূত্রের খবর, চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী লঙ্কা বাহিনীর বিরুদ্ধে যে স্কোয়াড ঘোষণা করতে চলেছেন, সেখানে বিরাটকে ও রোহিতকে বাদ দিয়েই হয়ত দল সাজাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''বিরাট কোহলি আমাদের বলেছেন যে উনি টি-২০ খেলবেন না। ও একেবারে ওডিআই সিরিজ খেলবে। তবে ঠিক কতদিনের জন্য টি-২০ ক্রিকেট থেকে বিরতি নিচ্ছে তা এখনও পরিষ্কার হয় আমাদের কাছে। কিন্তু ওকে আমরা গুরুত্বপূর্ণ সিরিজের জন্য পরিকল্পনায় রাখছি। রোহিতকে নিয়ে আমরা এখনই কোনও কঠিন সিদ্ধান্ত নিতে চাই না। তাড়াহুড়ো করতে চাই না। ও ফিট হলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ও ব্যাটিং করছে, তবে ঝুঁকি নেব না।''