বার্মিংহাম: সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গেই বাড়ছে তাঁর জনপ্রিয়তা। বাড়ছে অনুরাগীর সংখ্যাও। এমনই এক অনুরাগীর সঙ্গে বার্মিংহামের এজবাস্টনে দেখা করলেন ভারতের তরুণ ওপেনার।
এজবাস্টনে (India vs England 2nd Test) চলতি ম্যাচের চতুর্থ দিন যশস্বী এক ছোট্ট অনুরাগীর সঙ্গে দেখা করন। এমন তো প্রায়শই দেখা যায়, আর নতুনত্ব কী? আসলে এই অনুরাগী যে সে অনুরাগী নয়। সে দৃষ্টিশক্তিহীন এক শিশু। সেই ছোট অনুরাগীর সঙ্গেই খেলা শুরর আগে দেখা করেন যশস্বী। এমন এক সাক্ষাৎকারে পর স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন ভারতীয় দলের তরুণ ওপেনার।
বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে যশস্বীকে রবি নামক শিশুটির হাতে একটি সই করা ব্যাট তুলে দেন। যশস্বীকে বলতে শোনা যায়, 'হ্যালো রবি, আমি যশস্বী। তোমার সঙ্গে দেখা করতে পেরে দারুণ লাগছে। আমি জানি তুমি ক্রিকেটপ্রেমী। সেই কারণেই হয়তো তোমার সঙ্গে দেখা করতে গিয়ে আমি নার্ভাস হয়ে পড়ছি।' যশস্বী এরপরেই ১২ বছর বয়সি অনুরাগীকে নিজের ব্যাট উপহার হিসাবে দিয়ে দেন। 'আমার তরফে তোমার জন্য একটা উপহার রয়েছে, আমার ব্যাট। এটা আমার স্মৃতি হিসাবে চাই তুমি তোমার কাছে রাখ। তোমার সঙ্গে দেখা করতে পেরে দারুণ লাগছে।' বলেন ভারতীয় ক্রিকেটার।
জবাবে রবিও যশস্বীকে বলেন, 'তোমার সঙ্গে দেখা করতে পেরে আমারও দুরন্ত লাগছে। তুমি দারুণ একজন ক্রিকেটার, তাই তোমার ব্যাটটা পাওয়াটা সৌভাগ্যের। আমার মনে হয় তুমিই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। আমি ক্রিকেট দেখতে খুবই ভালবাসি। তোমায় ব্যাটিং করতে দেখতেও দারুণ লাগে। তোমার শতরানগুলি সবকয়টিই আমার খুবই পছন্দের। তোমার দিনে আমি জানি তুমি অনেক বড় রানের ইনিংস খেলবে।'
গোটা ঘটনায় যশস্বীকে বেশ আবেগতাড়িতই দেখায়। তিনি ব্যাটে ছোট্ট অনুরাগীর জন্য এক বিশেষ বার্তাও লিখে দেন। এই ঘটনাই ক্রিকেটার হিসাবে যশস্বীর জনপ্রিয়তার গণ্ডি বৃদ্ধি ও তাঁর উদার হৃদয়ের পরিচয়বাহক।