নয়াদিল্লি: ডাবল সেঞ্চুরি কার্যত নিশ্চিত দেখাচ্ছিল তাঁর। ক্রিজে জমে গিয়েছিলেন। ব্যাট হাতে শাসন করছিলেন ক্যারিবিয়ান বোলারদের।
তবে আচমকাই ছন্দপতন। ১৭৩ রান করে ফিরতে হয় যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট। দৃশ্যতই খুশি দেখায়নি যশস্বীকে। মাঠেই অধিনায়কের সঙ্গে কথা বলতে দেখা যায়। মাঠ ছেড়ে বেরনোর আগে তিনি যে বিরক্ত ছিলেন, বোঝা যাচ্ছিল শরীরী ভাষায়।
নয়াদিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে যশস্বীকে তাঁর রান আউট নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। যশস্বী বলেন, 'আমি সব সময় চেষ্টা করি যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার। আমি ক্রিজে থাকলে আমার কাজই হল ইনিংস টেনে নিয়ে যাওয়া এবং যতক্ষণ সম্ভব ব্যাটিং করা। রান আউট তো খেলার অঙ্গ। ঠিক আছে।' বিতর্ক জিইয়ে রাখতে চাননি বাঁহাতি ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বড় রানের দিকে এগচ্ছিল ভারত। প্রথম টেস্টে তেমন রান না করতে পারলেও দ্বিতীয় টেস্টে নজর কাড়ছিলেন যশস্বী জয়সওয়াল। আত্মবিশ্বাস, ধৈর্য এবং প্রয়োজনে মারমুখী ব্যাটিং, সব মিলিয়ে প্রথম দিন শেষেই নিজের স্কোরকার্ডে ১৭৩ রান তুলে ফেলেছিলেন যশস্বী। দ্বিতীয় দিনের শুরুতে আত্মবিশ্বাসী ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু তাঁর ইনিংসটি সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়। যশস্বী বলটি মিড অফ এলাকায় পাঠান এবং ফিল্ডার না দেখে এবং শুভমন গিলের কলে দৌড়ে যান। তারপর নন স্ট্রাইকার গিল তাঁকে ফেরত পাঠান। কিন্তু দুর্ভাগ্যবশত, যশস্বীর ফিরে আসার জন্য পর্যাপ্ত সময় ছিল না। ক্রিজে জমে যাওয়া যশস্বীকে রান আউট করতে দেরি করেননি উইকেটকিপার। ঘটনার পর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন যশস্বী। ড্রেসিংরুমে ফিরে যাওয়ার আগে গিলের সঙ্গে কথাও বলেন। মনক্ষুণ্ণ হয়েছেন বোঝা যায় বাচনভঙ্গি ও অভিব্যক্তিতে।
যশস্বী যদিও সে সব মনে রাখতে চান না। বলেছেন, 'সব সময়ই ভাবি, আমি কী অর্জন করতে পারি আর আমার ও আমার দলের লক্ষ্য কী। আমার লক্ষ্যই হল যতক্ষণ ক্রিজে থাকি, দলের বড় ইনিংস নিশ্চিত করা। প্রথমে আমি ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেছিলাম। বল একটু নড়াচড়াও করছিল। যখন ক্রিজে ছিলাম, ভাবছিলাম হয়তো এক ঘণ্টা ব্যাটিং করার পর রান করা সহজ হয়ে যাবে।' যোগ করেছেন, 'উইকেট এখনও বেশ ভাল রয়েছে। আমরা খুব ভাল বোলিং করেছি। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওদের অল আউট করে আবার ওদের সব উইকেট তুলে নেওয়া যায়।'