মুম্বই: দেশের জার্সিতে ধারাবাহিকভাবে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। বোর্ডের ফতোয়া মেনে রঞ্জি ট্রফিতে সাম্প্রতিক সময়ে খেলতে দেখা গিয়েছিল বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মত অভিজ্ঞ প্লেয়ারদের। অজিঙ্ক রাহানের মত প্লেয়ার এখনও রঞ্জিতে খেলছেন, সেঞ্চুরিও হাঁকাচ্ছেন। তরুণ প্লেয়ারদের তো কোনও ছাড়ই নেই। জাতীয় দলের ম্য়াচ না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। সেই মতই এবার রঞ্জি ট্রফিতে ফের মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)।  আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে চলা মুম্বই বনাম রাজস্থান ম্য়াচে খেলতে দেখা যাবে জয়সওয়ালকে।

Continues below advertisement

অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি ফিরেছেন জয়সওয়াল। সেখানে ওয়ান ডে স্কোয়াডে ছিলেন জয়সওয়াল। যদিও একটিও ম্য়াচে খেলার সুযোগ পাননি তরুণ বাঁহাতি ওপেনার। আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে নামার প্রস্তুতি সারবেন জয়সওয়াল। তার আগেই তাই রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে তরুণ ব্যাটারকে। 

জয়সওয়াল যদি খেলেন, তবে মে মাসের পর প্রথমবার মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। এর আগে গোয়ার হয়ে খেলার জন্য এনওসি চেয়েছিলেন। সেই সময় কানাঘুষো শোনা গিয়েছিল যে অজিঙ্ক রাহানের সঙ্গে দূরত্ব বেড়েছে জয়সওয়ালের। যদিও রাহানে এখন আর ক্যাপ্টেন নন, আর এই বিষয় দুজনের কেউই মুখ খোলেননি কখনও। যদিও এরপর মুম্বইতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন জয়সওয়াল। 
 
এদিকে, ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জিতে শতরান হাঁকিয়েই বিস্ফোরক মন্তব্য় করে বসলেন অজিঙ্ক রাহানে। ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পরও ব্রাত্য থাকতে হচ্ছে। সেই বিষয়ে উল্লেখ করে রাহানে বলেছিলেন, ''আমার কাজ আমি করে যাব। আমি ফের দেশের হয়ে খেলতে চাই। তার জন্যই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছি। রান করার চেষ্টা করছি। এরপরও যদি সুযোগ না পাই, তাহলে আমি যে দলের হয়ে খেলছি, সেই দলের হয়েই পারফর্ম করে দলকে জেতাতে চাইব।''
 
এদিকে, রঞ্জি ট্রফিতে ইডেন গার্ডেন্সে গুজরাতের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল বাংলা ক্রিকেট দল। ম্য়াচে দুটো ইনিংস মিলিয়ে আট উইকেট নিলেন মহম্মদ শামি। তিনি যে এখনও ফিট ও জাতীয় দলের ফেরার জন্য মুখিয়ে আছেন, তা এই পারফরম্য়ান্স থেকেই পরিষ্কার।

Continues below advertisement