মুম্বই: সাল ২০২৫ ক্রিকেট মাঠেও বিশেষ তাৎপর্যপূর্ণ একটা বছর । যে বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত, বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল চ্যাম্পিয়ন হল, মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের মহিলা দল । ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের আয়ও বাড়ছে । এই বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ক্রিকেটার কারা? কতই বা রোজগার করলেন তাঁরা?

Continues below advertisement

১. বিরাট কোহলি

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলির এই বছরের আয় ২৫০-৩০০ কোটি টাকার মধ্যে ছিল । তাঁর আয়ের প্রধান উৎস হল আইপিএল চুক্তি (২১ কোটি), ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি (৭ কোটি) এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ।

২. রোহিত শর্মা

রোহিত শর্মা দ্বিতীয় স্থানে রয়েছেন, তাঁর মোট আয় ১৫০-১৮০ কোটি টাকা ছিল । শুধু আইপিএল এবং বিসিসিআই চুক্তি থেকেই এই বছর তিনি ২৩.৩০ কোটি টাকা আয় করেছেন । এছাড়াও ব্র্যান্ডগুলির প্রচার করেও তিনি প্রচুর আয় করেছেন ।

Continues below advertisement

৩. ঋষভ পন্থ

গত কয়েক বছরে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভ্যালুও ব্যাপকভাবে বেড়েছে । তিনি এই বছর ১০০-১২০ কোটি টাকা আয় করেছেন ।

৪. যশপ্রীত বুমরা

ভারতের অন্যান্য শীর্ষ ক্রিকেটারদের মতো যশপ্রীত বুমরার আয়ের প্রধান উৎস হল আইপিএল, বিসিসিআই এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট । এই বছর বুমরা ৯০-১১০ কোটি টাকার মধ্যে আয় করেছেন ।

৫. হার্দিক পাণ্ড্য

হার্দিক পাণ্ড্য বিলাসবহুল জীবনযাপন করতে ভালবাসেন, তাঁর পোশাকের রুচি, দামি ঘড়ির প্রতি তাঁর শখও তার প্রমাণ । প্রায়শই লাইমলাইটে থাকা হার্দিক এই বছর ৮০-১০০ কোটি টাকা আয় করেছেন ।          

৬. শ্রেয়স আইয়ার

ভারতীয় দলে শ্রেয়স আইয়ারের ক্রমবর্ধমান অবস্থান তাঁকে আরও বেশি আয় করতে সাহায্য করেছে । ওয়ান ডে দলের বর্তমান সহ-অধিনায়ক আইয়ার বছর ২০২৫-এ ৭০-৮৫ কোটি টাকা আয় করেছেন ।

৭. প্যাট কামিন্স

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও তাদের খেলোয়াড়দের মোটা অঙ্কের বেতন দেয় । প্যাট কামিন্স এই বছর ৬০-৭৫ কোটি টাকা আয় করেছেন, যার মধ্যে ১৮ কোটি টাকা সানরাইজার্স হায়দরাবাদ থেকে পাওয়া আইপিএল চুক্তি থেকেই এসেছে ।