নয়াদিল্লি: যোগরাজ সিংহ (Yograj Singh) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অভিনেতা। তাঁর আরেকটি পরিচয়, তিনি কিংবদন্তি যুবরাজ সিংহের বাবা। বরাবরই নিজের মনের কথা কোনও রাখঢাক না করেই বলার জন্য বিখ্যাত যোগরাজ। তাঁর সাম্প্রতিক এক মন্তব্যে ফের শোরগোল। তিনি নাকি আগ্নেয়াস্ত্র হাতে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকে (Kapil Dev) হত্যার জন্য ছুটেছিলেন।


সম্প্রতি যোগরাজ দাবি করেন তিনি নাকি একবার বন্দুক নিয়ে কপিল দেবের বাড়িতে হানা দিয়েছিলেন। কপিল দেব ভারত, নর্থ জোন এবং হরিয়ানার অধিনায়ক থাকাকালীন তাঁকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জবাবদিহি চাইতেই তিনি কপিলের বাড়িতে গিয়েছিলেন। কপিল দেবের বাড়িতে গিয়ে অবশ্য তিনি তেমন কিছু করতে পারেননি, কারণ তাঁর মা।


যোগরাজ জানান, 'আমার স্ত্রী কপিল দেবের কাছে জবাব চাইতে বলেছিল। আমি বলেছিলাম এই লোকটাকে আমি চরম শাস্তি দেব। সেই উদ্দেশ্যেই আমি নিজের বন্দুক বার করি এবং সেক্টর ৯-এ কপিলের বাড়ির দিক যাই। ও ওর মায়ের সঙ্গে বাইরে বের হয়। আমি কপিলকে যা তা বলেছিলাম। ওকে বলেছিলাম ওকে ওর কর্মের শাস্তি পেতে হবে। বলেছিলাম ওর মাথায় গুলি করতে চাই আমি। তবে ওর মায়ের জন্য ওকে ছেড়ে দিচ্ছি। কারণ ওঁ এক ভাল মহিলা।'


যোগরাজের আরও দাবি কপিল দেব ও বিষণ সিংহ বেদীর আভ্যন্তরীণ রাজনীতি এবং স্বজনপোষণের জেরেই তাঁর কেরিয়ার আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল। তিনি সুনীল গাওস্করের ঘনিষ্ঠ, এই চিন্তাধারা থেকেই তৎকালীন প্রধান নির্বাচক বিষণ সিংহ বেদী তাঁকে দল থেকে ছেঁটে ফেলেছিলেন বলে বিস্ফোরক দাবিও জানান যুবরাজের বাবা।


'বিষণ সিংহ বেদীসহ এঁরা সকলে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিলে। আমি এর জন্য কোনওদিনও বিষণ সিংহ বেদীকে ক্ষমা করতে পারিনি। আমি দল থেকে বাদ পড়ার পর রবি চাড্ডার সঙ্গে কথা বলেছিলাম। ওঁ আমায় জানান যে বিষণ সিংহ বেদী আমায় দলে নিতে চাননি, কারণ ওঁদের মনে হয়েছিল আমি সুনীল গাওস্করের কাছের মানুষ। আমি তখন মুম্বইয়ের হয়ে যেহেতু ক্রিকেট খেলছিলাম, তাই গাওস্করের সঙ্গে আমার সম্পর্ক ভাল ছিল।' বলেন যোগরাজ। তাঁর এহেন মন্তব্য যে ফের একবার চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।


আরও পড়ুন: চোটে কাবু তারকা বোলার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরাকে পাবে না ভারতীয় দল?