কাবুল: আসন্ন বিশ্বকাপের দল বাছাইয়ের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই (IND vs AFG T20I) শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজ়ের জন্য এখনও ভারতীয় দলের ঘোষণা হয়নি। তবে সেই সিরিজ়ের জন্য আফগানিস্তান দলের ঘোষণা করে দিল আফগান ক্রিকেট বোর্ড। ১৯ জনের আফগান দলের (Afghanistan Cricket Team) নেতৃত্বে তরুণ ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)।


সদ্যই সংযুক্ত আরব আমারশাহির বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে আফগান দলকে নেতৃত্ব দিয়েছিলেন ইব্রাহিম। তাঁকেই ভারতের বিরুদ্ধে সিরিজ়েও অধিনায়ক হিসাবে বহাল রাখা হল। অবশ্য ভারতের বিরুদ্ধে আফগান টি-টোয়েন্টি দলের নেতা রশিদ খানও (Rashid Khan) রয়েছেন। কিন্তু সদ্যই তারকা স্পিনারের পিঠে অস্ত্রোপ্রচার হয়েছে। তিনি আদৌ ভারতের বিরুদ্ধে সিরিজ়ে খেলতে পারবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই কারণেই ইব্রাহিমকেই অধিনায়ক হিসাবে বহাল রাখা হয়েছে।


আমিরশাহির বিরুদ্ধে আরেক তারকা আফগান স্পিনার মুজিব উর রহমান দলে ছিলেন না। ভারতের বিরুদ্ধে সিরিজ়ের জন্য তিনিও ফিরেছেন। অপরদিকে, কিপার-ব্যাটার ইক্রাম আলিখিল সেই সিরিজ়ে রিজার্ভ খেলোয়াড় হিসাবে থাকলেও, ভারতের বিরুদ্ধে সিরিজ়ের জন্য মূল দলে সুযোগ পেয়েছেন তিনি। 


দল ঘোষণার পর আফগানিস্তান চেয়ারম্যান মিরআইজ় আশরফ বলেন, 'তিন ম্যাচের সিরিজ় খেলতে প্রথমবার ভারত সফরে যাওয়ার জন্য আমরা মুখিয়ে রয়েছি। ভারত বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল এবং তাঁদের বিরুদ্ধে আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমার মতে আফগানিস্তান কিন্তু আর আন্ডারডগ নয়। সাম্প্রতিক সময়ে আমরা যথেষ্ট ভাল পারফর্ম করেছি এবং ভারতের বিরুদ্ধে সিরিজ়েও হাড্ডাহাড্ডি মোকাবিলার জন্য আমরা তৈরি।' 


 






১১ জানুয়ারি থেকে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ় শুরু হতে চলেছে। সিরিজ়ের প্রথম ম্যাচ মোহালিতে আয়োজিত হবে। ১৪ জানুয়ারি ইনদওরের হোলকার স্টেডিয়ামে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ খেলা হবে। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: মেয়ের সঙ্গে খুনসুটি, সপরিবারে নৈশভোজ, চুটিয়ে ছুটি উপভোগ করছেন ধোনি