জলন্ধর: তিনি মুখ খুললেই বিতর্ক হয়েছে। বারবার বিতর্কে জড়িয়েছেন নানারকম মন্তব্য করে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ এবার ক্ষমা চাইলেন তাঁর ছেলে যুবরাজ ও স্ত্রী শবনমের কাছে। ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে গিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন অনেক ও তার জন্য় স্ত্রী শবনমের সঙ্গেও খারাপ ব্যবহার করেছিলেন। তার জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এখন অনেক অনুতপ্ত বলে জানিয়েছেন। নিজের মায়ের মৃত্যুর পর আর কখনও কাঁদেননি। কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে জীবনে অনেক ভুল করেছেন।
এক পডকাস্টে এসে যোগরাজ বলেন, ''মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম কিছুদিন আগে। তবে বেঁচে গিয়েছিলাম। পেটে তীব্র ব্যথা হওয়ায় হাসপাতালে যেতে হয়েছিল। অপারেশের পরামর্শ দেওয়া হয়েছিল। আরও বলা হয়েছিল যে অপারেশনের পর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই অভিজ্ঞতার পর অনেক কিছুই বদলে গিয়েছে।''
পডকাস্টে যোগরাজকে প্রশ্ন করা হয়েছিল যে জীবন নিয়ে কোনও অনুশোচনা রয়েছে কি না। সেই উত্তরে প্রাক্তন ক্রিকেটার বলেন, ''আমি যাদের আঘাত করেছি তাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, তারা আমার পরিবারের হোক বা বাইরের।" আমি আমার সন্তান, স্ত্রী, যুবির মা এবং সকলের কাছে ক্ষমা চাইছি।''
কিছুদিন আগেই বিরাট কোহলি ও রোহিত শর্মার জাতীয় দলে থাকা নিয়ে মন্তব্য করেছিলেন যোগরাজ সিংহ। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে যোগরাজ সিংহ বলেন, ''কোহলির অবসর সত্য়িই বড় একটা খারাপ খবর ভারতীয় ক্রিকেট দলের জন্য। আমার মনে হয় এটা আগামীতে প্রভাব ফেলবে দলে। আমার মনে পড়ছে ২০১১ বিশ্বকাপের পর দলে একটা ট্রাঞ্জিশন পিরিয়ড চলছিল। সেই সময় অনেকেই দল থেকে বাদ পড়েছিল। অনেকেই অবসর নিয়েছিল। সেই সময়ও কিন্তু চাপে পড়েছিল ভারতীয় দল। তারকা প্লেয়ারদের আমার মতে ৫০ বছর পর্যন্ত খেলা উচিৎ। আমি ওদের অবসরে দুঃখিত। কারণ তরুণ প্লেয়ারদের মনোবল বাড়ানোর জন্য দলে আর কেউ থাকল না।''
কপিল দেবের বাড়িতে নাকি আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দিয়েছিলেন যোগরাজ, এমনটাই জানিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। যোগরাজ জানিয়েছিলেন, 'আমার স্ত্রী কপিল দেবের কাছে জবাব চাইতে বলেছিল। আমি বলেছিলাম এই লোকটাকে আমি চরম শাস্তি দেব। সেই উদ্দেশ্যেই আমি নিজের বন্দুক বার করি এবং সেক্টর ৯-এ কপিলের বাড়ির দিক যাই। ও ওর মায়ের সঙ্গে বাইরে বের হয়। আমি কপিলকে যা তা বলেছিলাম। ওকে বলেছিলাম ওকে ওর কর্মের শাস্তি পেতে হবে। বলেছিলাম ওর মাথায় গুলি করতে চাই আমি। তবে ওর মায়ের জন্য ওকে ছেড়ে দিচ্ছি। কারণ ওঁ এক ভাল মহিলা।'