নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে ভারতীয় দল একটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ান ডে বিশ্বকাপ জেতে। সেই দুই বিশ্বকাপেই ভারতীয় দলের (Indian Cricket Team) অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে তো তাঁকে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও বাছাই করা হয়। তবে ধোনি এবং যুবরাজের সম্পর্ক নিয়ে না না মুনির না না মত। এবার এই বিষয়ে নিয়ে নিজেই মুখ খুললেন যুবরাজ সিংহ। সাফ জানিয়ে দিলেন তিনি আর ধোনি ভাল বন্ধু নয়।
যুবরাজ জানান তাঁর এবং ধোনির মধ্যে শুধু ক্রিকেটের জন্যই যতটুকু যা বন্ধুত্ব। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যুবরাজ সিংহ বলেন, 'আমি আর মাহি ভাল বন্ধু নয়। আমাদের যেটুকু যা বন্ধুত্ব সেটা শুধুমাত্র ক্রিকেটের জন্যই। আমরা একসঙ্গে খেলতাম এইটুকুই। ওর জীবনযাপন করার ধরন আমার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। মাঠে নেমে আমরা নিজেদের দেশের জন্য ১০০ শতাংশেরও বেশি দিতাম। দলের অধিনায়ক এবং সহ-অধিনায়কের মধ্যে চিন্তাভাবনার পার্থক্য তো থাকতেই পারে। অনেক সময়ই ও যা সিদ্ধান্ত নিত সেগুলির সঙ্গে আমি সহমত হতাম না। অনেক সময় উল্টোটাও হত। এটা তো যে কোনও দলেই হয়, খুবই স্বাভাবিক বিষয়।'
যুবরাজ আরও যোগ করেন, 'আমার কেরিয়ারের শেষের দিকে কী হতে চলেছে, সেই বিষয়ে আমাকে সঠিকভাবে কেউই কিছু বলছিল না। ওই আমায় এসে বলেছিল যে নির্বাচকরা আমায় দলে নিতে আগ্রহী নয়। আমায় একজন অন্তত সত্যি কথা বলেছিল এই বিষয়ে। এটা ওই ২০১৯ সালের বিশ্বকাপের ঠিক আগে আগেই ঘটেছিল। এটাই সত্যি।'
যুবরাজের মতে মাঠে ভাল পারফর্ম করার জন্য সবসময় ভাল বন্ধু হতেই হবে, এমন কোনও কথা নেই। 'সবার জীবনযাপন তো ভিন্ন। পছন্দমতো লোকেদের সঙ্গেই তো লোকজন আড্ডা দেয়। তবে মাঠে সেরাটা দেওয়ার জন্য বন্ধু হওয়ার প্রয়োজন হয় না। কোনও দলেই ১১ জন খেলোয়াড় একে অপরের বন্ধু হতে পারে না। কয়েকজনের মধ্যে ভাল বন্ধুত্ব হয়, কয়েকজনের মধ্যে হয় না। তবে মাঠে নামলে এইসব ইগো ধরে রাখার মানে হয় না।' মত যুবির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: কলকাতায় জন্মদিন কাটাচ্ছেন কোহলি, আপ্লুত মমতা, জানালেন শুভেচ্ছা