মুম্বই: গতকালই আইসিসির ওমেন্স বিশ্বকাপের আগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুম্বইয়ে উপস্থিত হয়েছিলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। সেই মুম্বইতেই এক কনটেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেখা হয় যুবরাজের। সেই কনটেন্ট ক্রিয়েটারকে হুঁশিয়ারি দিতে শোনা যায় যুবরাজকে। কে তিনি? তিনি অমিত মারু (Amit Maru)।

সোশ্যাল মিডিয়ায় তিনি বর্তমানে বেশ জনপ্রিয়। কেন কারণ তাঁকে অনেকটা ভারতীয় দলের ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মতো দেখতে। রোহিতের কথাবার্তা, ভাবভঙ্গিমা করেই সোশ্যাল মিডিয়ায় বেশ সুখ্যাতি গড়ে তুলেছেন অমিত। তাঁকে দেখা মাত্রই যুবরাজ কিন্তু তাঁকে চিনতে পারেন এবং রোহিতের ‘ডোপেলগ্যাঙ্গার’-কেই এই হুঁশিয়ারি দেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। রোহিতের অনুকরণ করার জন্য়ই তাঁকে রোহিত মারতে পারে বলে জানান যুবরাজ।

তাঁকে বলতে শোনা যায়, 'শর্মা জির ছেলে। তোকে ও দেখলে তোকে এমন মারবে, তোকে এমন মরবে না।' যুবরাজ ও অমিত মারুর এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। তবে বলে রাখা ভাল যুবরাজ কিন্তু মজার ছলেই অমিতের উদ্দেশে এই মন্তব্যটি করেন।

প্রসঙ্গত, বর্তমানে রোহিত শর্মার ওয়ান ডে কেরিয়ার নিয়ে জোর জল্পনা। তিনি ইতিমধ্যেই টেস্ট এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ান ডেতে খেলা চালিয়ে যাবেন তিনি এবং ২০২৭ সালের বিশ্বকাপেও খেলার জন্য আগেই আগ্রহ প্রকাশ করেছেন 'হিটম্যান'। তবে শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড নাকি রোহিতের বিষয়ে নিশ্চিত নন এবং দুই বছরেরও অধিক সময় পরে আয়োজিত বিশ্বকাপে তখন ৪০-র রোহিতের স্থান নিশ্চিত নয়। 

আইপিএলের পর থেকে কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত। কোথাও শোনা যাচ্ছে বোর্ড চায় তিনি বিজয় হাজারে ট্রফি খেলে ফিটনেস ও ফর্ম প্রমাণ করতে হবে। কোনও কোনও রিপোর্ট আবার দাবি করছে রোহিত হয়তো ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন। সেইসব জল্পনা, কল্পনার মাঝেই নিজের প্রস্তুতি সারতে কিন্তু নেমে পড়লেন রোহিত।

ভারতীয় ওয়ান ডে অধিনায়ককে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ তথা তাঁর একদা সতীর্থ অভিষেক নায়ারের সঙ্গে ঘাম ঝরাতে দেখা গেল। ফলে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও দূরে রয়েছেন 'হিটম্যান'। তাই নিজেকে ফিট করতে এখন থেকেই কসরত শুরু করে দিলেন তিনি। তবে রোহিতকে কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না। তাই তাঁর আন্তর্জাতিক কামব্যাকে এখনও খানিকটা সময় রয়েছে।