নিউ ইয়র্ক: রবিবাসরীয় সন্ধেটা যুবরাজ সিংহের (Yuvraj Singh) জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। দুই মেগা ইভেন্টে ব্র্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বিশ্বজয়ী ভারতীয় প্রাক্তনী উপস্থিত থাকবেন।


রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চে ভারত ও পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হতে চলেছে। সেই ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে উপস্থিত রয়েছেন যুবরাজ। নিউ ইয়র্ক থেকে সফর শুরু করে যুবরাজের যাত্রা শেষ হবে বস্টনে। তিনি বস্টনের টিডি গার্ডেনে উপস্থিত থাকবেন। সেখানেই এনবিএ ফাইনালস (NBA Finals) সিরিজ়ে সেল্টিকস বনাম ম্যাভরিক্সের দ্বিতীয় ম্যাচ দেখবেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। 


 






 


টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসি ও এনবিএ-র সোশ্যাল মিডিয়া কোল্যাব বেশ ভাইরাল হয়েছিল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে সেই ভাইরাল পোস্টে দেখা গিয়েছিল। এবার সেই কারণেই দুই মেগা ইভেন্টে একইদিনে যুবরাজকে উপস্থিত থাকতে দেখা যাবে। সমর্থকরা কিন্তু যুবরাজের এই সফরের সাক্ষীও থাকতে পারবেন। আইসিসি, এনবিএ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে যুবরাজের নিউ ইয়র্ক থেকে বস্টন পর্যন্ত এই সফর দেখা যাবে।


 






এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে গর্বিত ভারতীয় তারকা যুবরাজ জানান, 'একজন ক্রীড়াপ্রেমীর কাছে এর থেকে ঐতিহাসিক দিন আর কীই বা হতে পারে। ভারত বনাম পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ দেখার জন্য ওই দুই দলের সমর্থকরা অপেক্ষা করে থাকেন এবং মাঠে উপস্থিত থাকার স্বপ্ন দেখেন। এটা বিশ্বের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বিতাগুলির মধ্যে এটা অন্যতম হয়ে উঠেছে। এই ম্যাচ ঘিরে যে উন্মাদনা, উত্তেজনা রয়েছে, সেটা এনবিএ-র সমর্থকদের সামনে তুলে ধরাটা গর্বের। পাশাপাশি ক্রিকেট সমর্থকদেরও এনবির সঙ্গে পরিচিত করানোটাও একইককম।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ক্রিকেটের ব্যাট-বল ছেড়ে নতুন ভূমিকায় সচিন, নিউ ইয়র্কের রাস্তায় খেললেন বেসবল