নয়াদিল্লি: ভারতীয় দলের থেকে আপাতত বেশ খানিকটা দূরেই রয়েছেন। তবে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ব্যক্তিগত জীবন এখন শিরোনামে। স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে ভারতের তারকা ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদের জোর জল্পনা শোনা যাচ্ছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় চাহালের এক পোস্টই সেই বিচ্ছেদের জল্পনা আরও বাড়াচ্ছে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল লেখেন, 'পরিশ্রমই মানুষজনের চরিত্র গঠন করে। আমরা সকলেই নিজেদের সফরটা জানি। আমরা জানি এই জায়গায় পৌঁছতে হলে আমাদের কী কী করতে হয়েছে, কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গোটা বিশ্ব জানে। নিজেদের বাবা, মার মুখ উজ্জ্বল করতে নিজের সর্বস্বটা দিয়ে ঘাম ঝরিয়েছ। যাই হোক একজন গর্বিত সন্তান হিসাবে মাথা উঁচু করে বাঁচ।'
অনেকেই মনে করছেন বিবাহ বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে খুব একটা ভাল জায়গায় নেই চাহাল। তাই আবেগঘন অবস্থায় নিজের ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের কথাই এই পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন চাহাল।
বছর চারেক আগে ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রীর সঙ্গে বিয়ে সারেন চাহাল। তবে সম্প্রতি চাহাল ও ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন। চাহাল নিজের প্রোফাইল থেকে ধনশ্রীর সমস্ত ছবি সরিয়ে দেওয়ায় দুইজনের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও বাড়ে। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'দুইজনের বিচ্ছেদ তো হচ্ছেই। গোটা বিষয়টিতে সিলমোহর পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক কী কারণে দুইজনের বিচ্ছেদ হচ্ছে, সেটা এখনও জানা যায়নি। তবে দুইজনেই আলাদাভাবে নিজেদের মতো করে জীবন কাটাতে আগ্রহী।'
তারকা যুগলের বিবাহবিচ্ছেদের খবর কিন্তু এই প্রথম নয়। ঘটনার সূত্রপাত, ২০২৩ সালে চাহালপত্নীর ‘চাহাল’ পদবী সরিয়ে নেওয়া থেকেই। তারই মধ্যে চাহালের স্ত্রী ধনশ্রীর আরেক পোস্ট ঘিরে জল্পনার জল বহুদূর গড়ায়। ইন্সটাগ্রামে ধনশ্রীর এক পোস্টের ক্যাপশনে লেখেন, 'একজন রাজকন্যা তার কষ্টকে বারবার শক্তিতে পরিণত করবে'। সেই পোস্টের কমেন্টে একাধিক ইন্সটাগ্রাম ব্যবহারকারী প্রশ্ন করতে থাকেন, 'যুজি ভাইকে কি ডিভোর্স দিচ্ছেন'? কেউ তো আবার বলেন, “ম্যাম ডিভোর্স হয়ে গেল নাকি আপনার?' কেউ বা আবার জানতে চায়, 'ডিভোর্স হবে বলে কি কষ্ট পাচ্ছেন আপনি?'
চাহালও ওই একই সময়ে এক পোস্টে লেখেন, 'নতুন জীবন শুরু হচ্ছে'। তবে সেইসময় যুগল কিন্তু সেইসব জল্পনা সম্পূর্ণভাবে নাকচ করেন। এবার কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
আরও পড়ুন: ঘরামির দুরন্ত ইনিংসেও মধ্যপ্রদেশের বিরুদ্ধে হার, তা সত্ত্বেও প্রি কোয়ার্টার ফাইনালে বাংলা