নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের (ODI World Cup 2023) মহারণ। ঘরের মাঠে ফের একবার বিশ্বজয়ের আশায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে বিশ্বকাপে তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) খেলতে দেখা যাবে না। তিনি টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দলে সুযোগই পাননি।  


গত মাসে ভারতীয় নির্বাচকদের ঘোষিত ১৭ জনের এশিয়া কাপ দলে খুব বড় তেমন কোনও চমক ছিল না। তবে যুজবেন্দ্র চাহালের বাদ পড়াটা বিশেষজ্ঞ থেকে অনুরাগী, সকলকেই অবাক করে। হরভজন সিংহ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তোলেন। পরবর্তীকালে অক্ষর পটেল চোট পেলেও, তারকা লেগস্পিনার নয়, বদলি হিসাবে আর অশ্বিনকে বেছে নেন ভারতীয় নির্বাচকরা। এই নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন চাহাল।


তিনি অকপটেই জানান যে বিশ্বকাপ দলে তাঁর সুযোগ না পাওয়াটা চূড়ান্ত হতাশাজনক ছিল, তবে এখন তাঁর এসবের অভ্যেস হয়ে গিয়েছে। 'একটা বিশ্বকাপে কেবল ১৫ জনই সুযোগ পেতে পারে। সেখানে ১৭, ১৮ জনকে বাছাই করা যায়না এবং সেটা আমি বুঝি। অবশ্যই আমার কিছুটা খারাপ লেগেইছে। তবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করি। আর এখন তো অভ্যেস হয়ে গিয়েছে। এই নিয়ে তিনটি বিশ্বকাপ হল (যেখানে চাহাল সুযোগ পাননি)।' বলেন চাহাল।


দুরন্ত আইপিএল মরশুম সত্ত্বেও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুজবেন্দ্র চাহাল সুযোগ পাননি। ২০২২ সালে বিশ্বকাপ দলে থাকলেও, এক ম্যাচও খেলেননি তিনি। আসন্ন বিশ্বকাপেও তাঁকে দেখা যাবে না। তবে তারকা লেগ স্পিনারের রেকর্ড কিন্তু বিশ্বের যে কোনও বোলারকে চ্যালেঞ্জ জানাতে পারবে।


২০১৬ সালের জুন মাসে চাহাল ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে নিজের অভিষেক ঘটান। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি ৭২টি ম্যাচে ১২১টি ওয়ান ডে উইকেট নিয়ে ফেলেছেন। ভারতীয়দের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ। কুলদীপ যাদব বাদে আর কোনও ভারতীয় স্পিনার এই সময়কালে এত উইকেট নেননি। চাহালের দখলে ৫০ ওভারের ক্রিকেটে দুইবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে।তবে আসন্ন বিশ্বকাপের জন্য তাঁর বদলে স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও আর অশ্বিনকেই বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারতের শেষ প্রস্তুতি ম্যাচের আগে মুম্বইয়ে ফিরলেন কোহলি? খেলবেন না নেদারল্যান্ডস ম্যাচ?