নয়াদিল্লি: বেশ কিছুদিন হল যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে দুই জনের বিচ্ছেদ পরেও কিন্তু তাঁর জীবন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ ধনশ্রীর সদ্য দেওয়া এক সাক্ষাৎকার। বিচ্ছেদের পর এই প্রথম মিডিয়ার সামনে মুখ খুললেন ধনশ্রী। তারপরেই সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহাল একটি পোস্ট করেন। সব মিলিয়ে দুই তারকাই এখন ট্রেন্ডিংয়ে।

চাহাল নিজের সোশ্যাল মিডিয়ায় পাহাড়ের সুন্দর, মনোরম পরিবেশে নিজের কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন। তিনি সেই ছবির ক্যাপশনে লেখেন, 'লক্ষ লক্ষ অনুভূতি, নিশ্চুপ।' এই পোস্টটির সঙ্গে অনেকেই ধনশ্রী বর্মার হালে দেওয়া সাক্ষাৎকারের যোগ খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন এর মাধ্যমে ধনশ্রীর মন্তব্যগুলির জবাব দিয়েছেন চাহাল।

ধনশ্রী এমন ঠিক কী বলেছেন? বিচ্ছেদ মামলা চলাকালীনই চাহালকে কোর্ট থেকে একদিন একটি কালো টি-শার্ট পরে বের হতে দেখা যায়। তার ওপর জ্বলজ্বল করছে একটি লেখা, 'Be your own sugar daddy'। এই বার্তাবাহী টি-শার্ট নিয়ে চর্চার অন্ত ছিল না। সকলর নজর কেড়ে নেয় এটি। চাহালের এই বিশেষ টি শার্টের কারণেই ধনশ্রীকে অনলাইন ট্রোলিংয়ের স্বীকার হতে হয়েছিল, এমনটাই দাবি। নেটিজেনরা তাঁকে চাহালের থেকে আলাদা হওয়ার জন্য দোষারোপ করেন এবং অনেকে তাঁকে 'গোল্ড ডিগার' পর্যন্ত বলেছিলেন, দাবি কোরিওগ্রাফার, ডান্সারের।

এরপরে ধনশ্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন। ধনশ্রী আরও বলেছেন, তিনি মানসিকভাবে বিচ্ছেদের জন্য নিজেকে তৈরি করেছিলেন। কিন্তু আদালতে তিনি নিজেকে সামলাতে পারেননি। ধনশ্রী বলছেন, 'মাত্র পাঁচ বছরেই আমাদের বিয়ে ভেঙে গেল। কিছুতেই যেন মানতে পারছিলাম না। রায় শোনার পর নিজেকে ধরে রাখতে পারিনি। আদালতেই চিৎকার করে উঠি।' সেদিন নাকি যুজবেন্দ্র বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে আদালত ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এখানেই শেষ নয়, ধনশ্রী আফশোস করে বলেছেন, যুজবেন্দ্র ও টি শার্ট না পরলেও, সবাই ধনশ্রীর ওপরেই দোষ চাপাতেন। কারণ, বিচ্ছেদের সময় মেয়েরাই সবসময় দায়ী হয়।

বিচ্ছেদ প্রসঙ্গে চাহালের প্রাক্তন স্ত্রীর দাবি, 'আমি বুঝতে পেরেছি, বিয়েটা ২ তরফকেই টিঁকিয়ে রাখতে হয়। বিয়ে ভালবাসা নিয়ে আসে এই কথা সত্যি, কিন্তু বিয়ে যখন ভাঙে, তখন পড়ে থাকে কেবল অবিশ্বাস। আমার বিয়ে ভাঙার দিনটা আমার কাছে, আমার পরিবারের কাছে ভীষণ কষ্টের ছিল। আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম।'