India vs Zimbabwe LIVE: মায়ার্সের দুরন্ত হাফসেঞ্চুরি সত্ত্বেও সুন্দরের ৩, আবেশের ২ উইকেটে ভর করে ২৩ রানে জয়ী ভারত

India vs Zimbabwe LIVE: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলে ফিরলেন বিশ্বজয়ীর ত্রয়ী যশস্বী, শিবম দুবে ও সঞ্জু স্যামসন।

ABP Ananda Last Updated: 10 Jul 2024 07:48 PM

প্রেক্ষাপট

হারারে: ৩৯ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল জ়িম্বাবোয়ে। তবে মাদান্দে ও মায়ার্সের দুরন্ত লড়াইয়ে অনবদ্য প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছিলেন জ়িম্বাবোয়ে সমর্থকরা। শেষ ১০ ওভারে উঠল ৯৯ রান। তবে জয় আর এল না।...More

IND vs ZIM Live Updates: এগিয়ে গেল ভারত

শেষ ১০ ওভারে উঠল ৯৯ রান। তাও ২৩ রানের বেশ বড় ব্যবধানেই জ়িম্বাবোয়েকে পরাজিত করল ভারত। মায়ার্স ৬৫ রানে অপরাজিতই রয়ে গেলেন। জিম্বাবোয়ে থামল ১৫৯/৬।