India vs Zimbabwe LIVE: মায়ার্সের দুরন্ত হাফসেঞ্চুরি সত্ত্বেও সুন্দরের ৩, আবেশের ২ উইকেটে ভর করে ২৩ রানে জয়ী ভারত
India vs Zimbabwe LIVE: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলে ফিরলেন বিশ্বজয়ীর ত্রয়ী যশস্বী, শিবম দুবে ও সঞ্জু স্যামসন।
শেষ ১০ ওভারে উঠল ৯৯ রান। তাও ২৩ রানের বেশ বড় ব্যবধানেই জ়িম্বাবোয়েকে পরাজিত করল ভারত। মায়ার্স ৬৫ রানে অপরাজিতই রয়ে গেলেন। জিম্বাবোয়ে থামল ১৫৯/৬।
৪৫ বলে কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি হাঁকালে মায়ার্স। রবি বিষ্ণোইকে ছক্কা মেরে পূরণ করলেন ৫০। তবে তা সত্ত্বেও তাঁর দলকে হারের দোরগোড়ায়। শেষ ওভারে জয়ের জন্য মায়ার্সদের ৪২ রান করতে হবে।
মাদান্দে ও মায়ার্স ষষ্ঠ উইকেটের পার্টনারশিপে জ়িম্বাবোয়েকে লড়াইয়ের দারুণ জায়গায় নিয়ে যাচ্ছিলেন। তবে সেই পার্টনারশিপ ভেঙে ভারতকে বড় সাফল্য এনে দিলেন সুন্দর। ১৭ ওভার শেষে স্কোর ১১৯/৬।
জ়িম্বাবোয়ের হয়ে পাল্টা লড়াই চালাচ্ছেন মাদান্দে ও ডিয়ন মায়ার্স। দুইজনে ইতিমধ্যেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ১৫ ওভারে শতরানের গণ্ডিও পার করে ফেলল জ়িম্বাবোয়ে। ১৫ ওভার শেষে স্কোর ১১০/৫। রাজ়াদের জয়ের জন্য ৩০ বলে আর ৭৩ রানের প্রয়োজন। মায়ার্স ৩৯ ও মাদান্দে ৩৫ রানে খেলছেন।
বল হাতে তুলে নিয়েই জোড়া সাফল্য ওয়াশিংটন সুন্দরের। অধিনায়ক সিকান্দার রাজ়ার পর একই ওভারে জনাথন ক্যাম্বেলকেও ফেরালেন তিনি। ৭ ওভার শেষে জ়িম্বাবোয়ের স্কোর ৩৯/৫।
পয়েন্ট বাজপাখির মতো ঝাঁপ দিয়ে অনবদ্য ক্যাচ। ফের একবার নজর কাড়লেন ফিল্ডার রবি বিষ্ণোই। তিন উইকেট হারিয়ে ফেলল জ়িম্বাবোয়ে। আবেশ পেলেন দ্বিতীয় উইকেট। ৪ ওভার শেষে স্কোর ৩০/৩।
মুকেশের বদলে ভারতীয় একাদশে এসেছিলেন খলিল আমেদ। বাঁ-হাতি ফাস্ট বোলারও নিজের প্রথম ওভারেই সাফল্য পেলেন। মারুমাকে ১৩ রানে ফেরালেন তিনি।
গত ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন। আজও বল হাতে তুলে নিয়েই সাফল্য এনে দিলেন আবেশ খান। ওয়েসলি মাধিভিরেকে ১ রানে ফেরালেন তিনি। ৯ রানে প্রথম উইকেট হারাল জ়িম্বাবোয়ে।
শেষ ওভারে অর্ধশতরানের দোরগোড়ায় আউট হলেন রুতুরাজ গায়কোয়াড়। ওভারে উঠল ১১ রান। ১৮২/৪ ইনিংস শেষ করল টিম ইন্ডিয়া।
৩৬ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। তবে খুব বেশিদূর এগোতে পারলেন না তিনি। ৬৬ রানে মুজ়ারাবানির বলে সাজঘরে ফিরতে হল তাঁকে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৫৪/৩।
প্রথম তিন ওভারেই ৪১ রান তুলে ফেলেছিল ভারতীয় দল। বাকি ৭ ওভারে উঠল মাত্র ৩৯ রান। সিকান্দার রাজ়ার দুরন্ত স্পিন বোলিংই ভারতের রানের গতি কমাচ্ছে। যশস্বীর পর অভিষেককেও ১০ রানে ফেরালেন রাজ়াই।
শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন। সেই মেজাজেই ব্যাটিং চালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল। তবে রিভার্স স্যুইপে সিকান্দর রাজ়ার বলে ৩৬ রানে আউট হলেন যশস্বী। ৬৭ রানে প্রথম উইকেট হারাল ভারত।
৫ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়ার দুই ওপেনারই। পাওয়ার প্লের ছয় ওভার শেষে আপাতত টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৫৫ রান।
বিধ্বংসী মেজাজে ভারতীয় ইনিংসের শুরুটা করলেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। যশস্বী ২৫ ও শুভমন ১৫ রানে ব্যাট করছেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪১।
ভারতীয় একাদশে তৃতীয় টি-টোয়েন্টির জন্য চার বদল ঘটানো হল। বিশ্বজয়ী ত্রয়ী যশস্বী, শিবম দুবে ও সঞ্জু স্যামসনের পাশাপাশি খলিল আমেদও দলে সুযোগ পেলেন। রিয়ান পরাগ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল ও মুকেশ কুমার বাদ পড়লেন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল।
প্রেক্ষাপট
হারারে:
৩৯ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল জ়িম্বাবোয়ে। তবে মাদান্দে ও মায়ার্সের দুরন্ত লড়াইয়ে অনবদ্য প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছিলেন জ়িম্বাবোয়ে সমর্থকরা। শেষ ১০ ওভারে উঠল ৯৯ রান। তবে জয় আর এল না। তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs ZIM 3rd T20I) ২৩ রানে জ়িম্বাবোয়েকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। মায়ার্স অবশ্য দুরন্ত হাফসেঞ্চুরি করে নজর কাড়লেন। জ়িম্বাবোয়ে ১৫৯/৬ রানে নির্ধারিত ২০ ওভার শেষ করল। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট নিয়ে নজর কাড়লেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।
টিম ইন্ডিয়ার হয়ে গত ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন, এই ম্যাচেও বল হাতে নিয়েই নিজের প্রথম বলেই সাফল্য এনে দেন আবেশ খান। ওয়েসলি মাধিভেরেকে এক রানে আউট করেন তিনি। পরের ওভারেই আরেক ওপেনার মারুমানিকে ১৩ রানে ফেরান মুকেশ কুমারের বদলি হিসাবে সুযোগ পাওয়া খলিল আমেদ। ব্রায়ান বেনেটকে ফিরিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় সাফল্য পান আবেশ। সিকান্দার রাজ়া ও মায়ার্স জ়িম্বাবোয়ের হয়ে পাল্টা লড়াই চালানোর চেষ্টা করেন বটে। তবে সুন্দর বল হাতে তুলে নিতেই ফের জোড়া ধাক্কা।
একই ওভারে রাজ়াকে ১৫ ও জনাথন ক্যাম্বেলকে এক রানে আউট করেন সুন্দর। ৩৯ রানে আধা দল হারিয়ে কার্যত ধুঁকছিল জ়িম্বাবোয়ে। সকলেই মনে করছিলেন ভারতের জয় এবার শুধু সময়ের অপেক্ষা। তবে এখানেই ষষ্ঠ উইকেটে রুখে দাঁড়ান মাদান্দে ও মায়ার্স। জ়িম্বাবোয়ের হয়ে পাল্টা লড়াই চালান তাঁরা। ষষ্ঠ উইকেটে যোগ করেন ৭৭ রান। জ়িম্বাবোয়েকে জয়ের আশা জুগিয়েছিলেন তাঁরা। ৩৭ রানে মাদান্দেকে ফিরিয়ে সেই আশায় জল ঢেলে দেন সুন্দর।
মায়ার্স ৪৫ বলে নিজের বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন। ওয়েলিংটন মাসাকাদজ়া ১৮ রান করেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
রাখতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -