জিয়াগঞ্জ: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি গেয়েছিলেন, 'রং দে তু মোহে গেরুয়া'। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অনেকেই এর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি খুঁজেছিলেন। বলা হয়েছিল, গেরুয়া-র জয়ধ্বনিতে যেন শাসক দতলকে বার্তা দিতে চেয়েছিলেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। বিতর্ক আরও বাড়ে যখন কলকাতায় অরিজিতের কনসার্টের ভেন্যুর অনুমতি নিয়ে টালবাহানা শুরু হয়।


সেই অরিজিতের সঙ্গেই সময় কাটালেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ক্রিকেটার হওয়ার পাশাপাশি যাঁর আরও একটি পরিচয়, মনোজ রাজ্যের শাসক দলের প্রতিনিধিও। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ। জিয়াগঞ্জে অরিজিতের সঙ্গে সময় কাটালেন মনোজ। দুজনে নদীর পাড়ে বসে আড্ডা দিলেন। তুললেন ছবিও।


মনোজ পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে তিনি জানান, যে জায়গায় অরিজিৎ বসে রয়েছেন সেটা কিংবদন্তি গায়কের প্রিয় জায়গা। সেখানেই মনোজের সঙ্গে দেখা হয় অরিজিতের। গায়কের সারল্য দেখে মুগ্ধ মনোজ। সেটা তিনি লিখলেন ছবির ক্যাপশনে।


মনোজ লিখেছেন, 'অরিজিৎ সাধারণের মধ্যে অসাধারণ একজন। সাধারণ থাকাটাই এই দুনিয়ায় সব থেকে বড় ব্যাপার। ওর চরিত্র, ওর ব্যবহার, ওর আদব কায়দা, সবেতেই সারল্য'।


সাফল্য তাঁর পায়ের তলায় লুটিয়ে পড়েছে। তবে সেই সাফল্যকে কখনওই মাথায় উঠতে দেননি অরিজিৎ। তিনি সদর্পে জানিয়ে রেখেছেন যেন, যেমন ছিলাম, তেমনই আছি, তেমনটাই থাকব। প্রিয় জিয়াগঞ্জ, পাশে প্রিয়জন, সাধারণ জীবন-যাপন। এতেই তিনি যেন স্বচ্ছন্দ বোধ করে থাকেন। অরিজিৎ এখন জিয়াগঞ্জেই। কিছুদিন আগে দোলের সময় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল। স্কুটির পিছনে এক বন্ধুকে বসিয়ে রং মেখে তিনি জিয়াগঞ্জের অলিগলি ঘুরে বেড়িয়েছেন। ঠিক যেন পাড়ার ছেলে! সেই অরিজিতের সঙ্গে মনোজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।