বারামুল্লা: ক্রিকেট মাঠে ফিরল ফিল হিউজের হৃদয়বিদারক স্মৃতি। ঘাড়ে ক্রিকেট বল লেগে কাশ্মীরে মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্রের। মৃতের নাম জাহাঙ্গির আহমেদ।


উত্তর কাশ্মীরের অনন্তনাগ জেলায় সরকারি উদ্যোগে আয়োজিত হয়েছিল একটি ক্রিকেট প্রতিযোগিতা। ক্রীড়া দফতর আয়োজিত ওই ক্রিকেট প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল বারামুল্লা ও বদগামের ক্রিকেট দল। বাঁ হাতি জাহাঙ্গির খেলছিলেন বারামুল্লার হয়ে। হেলমেট পরেই ব্যাট করছিলেন গোশবাগ পট্টন স্কুলের ওই ছাত্র। হঠাৎ একটা বাউন্সার এসে লাগে তার ঘাড়ে। জ্ঞান হারিয়ে তখনই মাটিতে লুটিয়ে পড়ে জাহাঙ্গির। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ১৮ বছরের জাহাঙ্গিরের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকাহত গোটা স্কুল ও জম্মু-কাশ্মীরের ক্রীড়া দফতর। ডিরেক্টর জেনারেল (ক্রীড়া) সালিম-উর-রহমান জানিয়েছেন, “এই ঘটনায় আমরা শোকাহত। ছেলেটাকে বাঁচানোর জন্য সবরকমের বন্দোবস্তই করা হয়েছিল, আমরা আনন্তনাগ জেলা হাসপাতালের সুপার ডঃ মাজিদ মিরাবকে সিটি স্ক্যানের ব্যবস্থাও রাখতে বলেছিলাম, কিন্তু ওকে বাঁচানো সম্ভব হয়নি।”