মুম্বই: বাবা-মার সঙ্গে সম্পর্কের বন্ধন ভাষায় ব্যক্ত করা যায় না। জীবনের সঙ্গে জড়িয়ে এই বন্ধন। তবে প্রতি বছরই এই সম্পর্ক উদযাপনের একটা বিশেষ দিন আসে। তা হল গ্লোবাল ডে অফ পেরেন্টস। রাজনৈতিক নেতা থেকে ক্রীড়া ব্যক্তিত্ব, সিনেমা তারকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের বাবা-মার প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর বাবা-মার প্রতি তাঁর অপরিসীম শ্রদ্ধার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সচিন বলেছেন, তাঁর বাবা-মার চির কৃতজ্ঞতার কথা জানিয়েছেন। সচিন লিখেছেন , সন্তানদের জন্য তাঁর বাবা-মা যে আত্মত্যাগ করেছেন, বড় করে তোলার জন্য যে নিষ্ঠা দেখিয়েছেন, সেজন্য তিনি চির কৃতজ্ঞ থাকবেন। সচিন ট্যুইটে তাঁর অল্প বয়সের দুটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন। ছবি দুটিতে বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছে সচিন ও তাঁর দাদাকে।
Tendulkar on Social Media:‘চির কৃতজ্ঞ’, পুরানো ছবি শেয়ার করে বিশ্ব পেরেন্টস দিবসে বাবা-মাকে শ্রদ্ধা সচিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2021 06:10 PM (IST)
বাবা-মার সঙ্গে সম্পর্কের বন্ধন ভাষায় ব্যক্ত করা যায় না। জীবনের সঙ্গে জড়িয়ে এই বন্ধন। তবে প্রতি বছরই এই সম্পর্ক উদযাপনের একটা বিশেষ দিন আসে। তা হল গ্লোবাল ডে অফ পেরেন্টস।
সচিন তেন্ডুলকর
Published at: 01 Jun 2021 06:10 PM (IST)