মুম্বই: বাবা-মার সঙ্গে সম্পর্কের বন্ধন ভাষায় ব্যক্ত করা যায় না। জীবনের সঙ্গে জড়িয়ে এই বন্ধন। তবে প্রতি বছরই এই সম্পর্ক উদযাপনের একটা বিশেষ দিন আসে। তা হল গ্লোবাল ডে অফ পেরেন্টস। রাজনৈতিক নেতা থেকে ক্রীড়া ব্যক্তিত্ব, সিনেমা তারকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের বাবা-মার প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর বাবা-মার প্রতি তাঁর অপরিসীম শ্রদ্ধার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সচিন বলেছেন, তাঁর বাবা-মার চির কৃতজ্ঞতার কথা জানিয়েছেন। সচিন লিখেছেন , সন্তানদের জন্য তাঁর বাবা-মা যে আত্মত্যাগ করেছেন, বড় করে তোলার জন্য যে নিষ্ঠা দেখিয়েছেন, সেজন্য তিনি চির কৃতজ্ঞ থাকবেন। 
সচিন ট্যুইটে তাঁর অল্প বয়সের দুটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন। ছবি দুটিতে বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছে সচিন ও তাঁর দাদাকে। 



গত বছরও সচিন এই দিনটিতে বাবা-মায়ের সঙ্গে তোলা নিজের একটি ছবি শেয়ার করে তাঁদের শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সাদা কালো ওই ছবিতে সচিনকে বাবা-মায়ের কোলে শুয়ে থাকতে দেখা গিয়েছিল।
উল্লেখ্য, ১৯৯৯-এর ১৯ মে প্রয়াত হয়েছিলেন সচিনের বাবা রমেশ তেন্ডুলকর। তখন ইংল্যান্ডে বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলছিলেন সচিন। বাবার মৃত্যুতে দেশে ফিরে এসেছিলেন তিনি। এরপর আবার ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দেন। তখন ভারতকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে গ্রুপ পর্বের বাকি তিনটে ম্যাচেই জিততে হত। দেশ থেকে ফিরে পিতৃশোকের মধ্যেও কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন। সেঞ্চুরি করে আবেগ ধরে রাখতে পারেননি। চোখে জল নেমে এসেছিল। সেই ইনিংসের স্মৃতি এখনও তরতাজা সচিন-অনুরাগীদের মনে। 
সচিন তেন্ডুলকর যখন মুম্বইয়ে তাঁর কেরিয়ারের ২০০ তম তথা শেষ টেস্ট খেলেন তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তাঁর মা রজনীশ তেন্ডুলকর।
দীনেশ কার্তিকও গ্লোবাল ডে অফ পেরেন্টসে তাঁর বাবা-মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করে বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।