প্রিটোরিয়া: একজন ক্রিকেটার একাই করলেন ১৬০ রান। অতিরিক্ত রান ৯। বাকিরা সবাই আউট হলেন শূন্য রানে। অভাবনীয় এই স্কোরবোর্ড দক্ষিণ আফ্রিকায় মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেটে।
ইস্টার্নসের বিরুদ্ধে এই ম্যাচে পুমালাঙ্গার ওপেনার শানিয়া লি সোয়ার্ট ৮৬ বলে ১৬০ রান করেন। কিন্তু তাঁর দলের বাকিরা কোনও রানই করতে পারেননি। আট জন আউট হন। শুধু ১০ নম্বর ব্যাটসম্যান অপরাজিত থাকেন।
ব্যাটের মতো বল হাতেও সাফল্য পান শানিয়া। তিনি ২১ রান দিয়ে জোড়া উইকেট নেন। ইস্টার্নস ৬ উইকেটে ১২৭ করেই থেমে যায়। একার হাতেই দলকে জেতান শানিয়া।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এর আগে দলের মোট রানের ৭০ শতাংশ করে রেকর্ড গড়েছিলেন। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬০ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৪২ রান করেন উইলিয়ামসন। কিন্তু শানিয়া দলের মোট রানের ৯৫ শতাংশ করেছেন।
একাই একশো, বাকিরা শূন্য!
Web Desk, ABP Ananda
Updated at:
16 Dec 2016 04:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -