মোনাকো: উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বিন্যাসের অনুষ্ঠানে বর্ষসেরা হিসেবে রোনাল্ডোর নাম ঘোষণা করা হয়েছে।


 

 

রিয়াল মাদ্রিদকে দু বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর এ বছর নিজের দেশকে ইউরো কাপ জিতিয়েছেন রোনাল্ডো। সেই কারণেই তিনি ইউরোপের বর্ষসেরা হওয়ার সম্মান পেলেন। তাঁর নাম ঘোষণার পর রোনাল্ডো বলেছেন, ‘আগের মরশুমে অভাবনীয় সাফল্য পেয়েছি। তাই এই পুরস্কার পেয়ে আমি খুশি। তবে গ্যারেথ বেল ও আঁতোয়া গ্রিজম্যানের কথা না বললে অন্যায় হবে। গ্রিজম্যানের দল ইউরো কাপের ফাইনালে পর্তুগালের কাছে হেরে গিয়েছে। তার জন্য আমি দুঃখিত। তবে ও অসাধারণ খেলোয়াড়।’

 

উয়েফার ৫৫টি সদস্য দেশের সাংবাদিকরা প্রাথমিকভাবে পাঁচ জন সেরা ফুটবলারের তালিকা জমা দিয়েছিলেন। তারপর যে ১০ জন ফুটবলার সবচেয়ে বেশি ভোট পান, দ্বিতীয়বার ভোটের মাধ্যমে তাঁদের মধ্যে থেকে সেরা তিন জনকে বেছে নেওয়া হয়। ৪০টি ভোট পেয়ে সেরা রোনাল্ডো। আটটি ভোট পেয়ে দ্বিতীয় গ্রিজম্যান। সাতটি ভোট পেয়ে তৃতীয় বেল।