রিয়াধ: শুক্রবার আল ইত্তিফাকের বিরুদ্ধে দুরন্ত জয় পায় আল নাসর (Al Nassr)। ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৩০ বছর বয়সের গণ্ডি পার করার পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৫০০-র গণ্ডি পার করে ফেললেন রোনাল্ডো। রোনাল্ডো বাদেও অ্যালেক্স টেলেস ও মার্সেলো ব্রজোভিচ আল নাসরের হয়ে গোল করেন। তাঁরা ৩-১ জয় পায়।


আল ইত্তিফাককে হারিয়ে সৌদি লিগের (Saudi Pro League) দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা ধরে রাখল আল নাসর। এই ম্য়াচে গোল করার পাশাপাশি রোনাল্ডো একটি গোলের পাসও বাড়ান। প্রথমার্ধের শেষের দিকে ম্যাচের ৪৩ মিনিটে বাঁ উইং ধরে রোনাল্ডোর দৌড়ই গোলের সুযোগ তৈরি। তাঁর রানে দুই ডিফেন্ডার তাঁর দিকে এগিয়ে আসলে অ্যালেক্স টেলেসের জন্য জায়গা ফাঁকা হয়ে যায়। রোনাল্ডোর দৌলতেই টেলেস নিজের জোরাল শট মেরে আল নাসরকে ম্যাচে এগিয়ে দেওয়ার সুযোগটা পান। প্রথমার্ধ আল নাসরের পক্ষেই ১-০ শেষ হয়।


ম্যাচের এক ঘণ্টার মাথায় রোনাল্ডো সরাসরি ব্রজোভিচকে গোলের পাস বাড়ান, যা থেকে আল নাসর নিজেদের লিড দ্বিগুণ করে। ১২ মিনিট পর আব্দুলরহমান ইউসুফের হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় আল নাসর। স্বাভাবিকভাবেই পেনাল্টি নিতে এগিয়ে আসেন রোনাল্ডো। গোলের বাঁ-দিকে নিখুঁত শটে আল নাসরকে ৩-০ এগিয়ে দেন তিনি। ম্যাচের ৮৫ মিনিটে মহম্মদ আল কুওয়ায়কিবি ইত্তিফাকের হয়ে একটি গোল শোধ করেন বটে, তবে তা কেবল সান্ত্বনা পুরস্কারই ছিল।


এই গোল ও অ্যাসিস্টে ৩০-র গণ্ডি পার করার পর রোনাল্ডোর ৫০০ গোলের অবদান হয়ে গেল। এই বছরেও ৫১টি গোল করে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডোর আর মাত্র একটি অ্যাসিস্ট প্রদান করলেই কেরিয়ারে ২৫০টি অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করে ফেলবেন। দেশ ও ক্লাবের হয়ে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর আর ৩০ বার জালে বল জড়াতে হবে। তবে এই জয় সত্ত্বেও রোনাল্ডোর দল আল হিলালের থেকে লিগ তালিকায় ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এরপর তারা ২৬ ডিসেম্বর আল ইত্তিহাদের বিরুদ্ধে মাঠে নামবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: আইপিএল ২০২৪ খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্য?