রানা দাস, পূর্ব বর্ধমান :  হাতের ছোঁয়ায় বাতিল লোহা রূপ পাচ্ছে যীশুর মূর্তিতে। ক্রিসমাসের সময়ে তা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বাতিল নাট বল্টু, সাইকেলের চেন, স্পোক ,ছাট লোহা দিয়ে পূর্বস্থলীর বিদ্যানগরের রাজু বাগের ক্লাস্টারে এখন তৈরি হচ্ছে শয়ে শয়ে যীশুর মূর্তি।                                                                                     

  


লোহার দুর্গার পর লোহার যীশু


বিশ্বভারতী থেকে ব্যাচেলর অফ ডিজাইনিং করা রাজু, তার হাতের চমৎকারে টুকরো টুকরো বাতিল লোহা ওয়েল্ডিং করে সৃষ্টি করছে ভাস্কর্য। কখনো দেবী দুর্গার মূর্তি তো কখনো যীশুর। বাতিল লোহার দুর্গা পাড়ি দিয়েছে আমেরিকা, শ্রীলঙ্কা বাংলাদেশ। ডিসেম্বর মাস জুড়ে রাজুর ক্লাস্টারে চলছে বাতিল লোহা দিয়ে যীশুর মূর্তি তৈরীর কাজ। ইতিমধ্যেই হায়দরাবাদ, ঝাড়খণ্ড ,তেলঙ্গানায় এমনই যীশুর একশোটি মূর্তি পাঠিয়েছেন এই শিল্পী। কলকাতার বেশ কিছু আর্ট এন্ড ক্রাফ্ট বুটিকেও যাচ্ছে বাতিল লোহার যীশু মূর্তি। এই মূর্তি তৈরি করতে মূলত স্ক্রু, কোলাপসিবল গেটের লক ,ছাট লোহা ব্যবহার করা হচ্ছে। দশ ইঞ্চির যীশুর মূর্তির দামও নাগালের মধ্যে সাড়ে নয়শো টাকা।                                           


 ঘরে ঘরে লোহার যীশু


সবসময় নতুন কিছু ভাবতে ভালবাসেন রাজু। ফেলে দেওয়া জিনিস দিয়েই রাজু সৃষ্টি করতে চান নতুন কিছু, যা বেকার যুবক-যুবতীদের আয়ের পথ দেখায়। রাজুর ক্লাস্টারে কচুরি পানা দিয়ে ব্যাগ, ফুলের টব, পেন স্ট্যান্ড সহ বিভিন্ন সামগ্রী তৈরি হয়। রাজু এখন ব্যস্ত তার সহযোগীদের নিয়ে বাতিল লোহা দিয়ে নতুন নতুন ভাস্কর্য সৃষ্টি করতে, যাতে বিকল্প আয়ের পথ তৈরি হয়। রাজু স্বপ্ন দেখেন বড়দিনে  শান্তা ক্লজের ব্যাগে থাকবে তার তৈরি যীশুর মূর্তি, যা পৌঁছে যাবে সকলের ঘরে ঘরে।       


আরও পড়ুন: প্রতিদিন হোটেল ভাড়া ৭০ হাজার টাকা, অযোধ্যার হোটেল এখন তাজ-ওবেরয়ের চেয়েও বেশি দামি