রিয়াদ: বর্তমানে পর্তুগালের হয়ে ফিফা ফুটবল বিশ্বকাপে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দলকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়াই আপাতত 'সিআর৭'-র একমাত্র লক্ষ্য। তবে ১৮ তারিখ বিশ্বকাপ শেষ হলেই রোনাল্ডোর জন্য এক নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। বিশ্বকাপের পরেই নতুন ক্লাব খুঁজতে হবে রোনাল্ডোকে। 


সম্পর্ক ছিন্ন


দুই মরসুম আগেই নিজের প্রাক্তন দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রোনাল্ডো। তবে একরাশ হতাশা ও বিতর্কের মধ্যে দিয়ে বিশ্বকাপের মাঝেই শেষ হয়েছে সেই সফর। বিশ্বকাপের আগে এক বিস্ফোরক সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবং দলের ম্যানেজার এরিক টেন হাগের সমালোচনা করেন রোনাল্ডো। এরপরেই ম্যান ইউনাইটেডের রোনাল্ডোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁর চুক্তি বাতিল করা হয়। ফলে আপাতত ক্লাবহীন রোনাল্ডো। বিশ্বকাপের পরেই তাঁকে নতুন দল খুঁজতে হবে। কোন দলে যোগ দেবেন রোনাল্ডো, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। 


বড় প্রস্তাব


স্বাভাবিকভাবেই রোনাল্ডোকে দলে নিতে অনেক ক্লাবই আগ্রহ দেখাবে। খবর অনুযায়ী, ফ্রি এজেন্ট রোনাল্ডোকে দলে নেওয়ার লক্ষ্যে এখনও পর্যন্ত সবথেকে বড় অঙ্কের প্রস্তাবটি দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর(Al-Nassr)। তবে রোনাল্ডো এখনই বিশ্বকাপের মাঝে পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেননি বা কোনওরকম চুক্তিও তিনি স্বাক্ষর করেননি। অবশ্য শোনা যাচ্ছে আল নাসর নয়, সৌদির বহু ক্লাবই রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী। রোনাল্ডোকে সেই দেশের সরকার দেশের ক্রীড়া অ্যাম্বাসাডর বানাতেও আগ্রহী বলে খবর। শেষমেশ তিনি কী সিদ্ধান্ত নেন, তা জানতে কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার অপেক্ষা করতেই হবে।


অবশ্য রোনাল্ডোকে মাঠে খেলতে দেখার জন্য খুব বেশি অপেক্ষার প্রয়োজন নেই। কয়েক ঘণ্টা পরেই তাঁর দল পর্তুগাল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে স্যুইৎজারল্য়ান্ডের মুখোমুখি হতে চলেছে।


আরও পড়ুন: কোনও রাখঢাক না করেই নিজের পছন্দের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন মেসি