বার্মিংহ্যাম: ভারতের বিরুদ্ধে হারের পর থেকেই যেভাবে পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা চলছে, তাতে হতাশ সরফরাজ আহমেদ। ক্রিকেটপ্রেমীদের কাছে পাকিস্তানের অধিনায়কের আর্জি, ‘আমাদের খেলার সমালোচনা করুন, কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। গালিগালাজ থেকে বিরত থাকুন।’ শোয়েব মালিক, মহম্মদ আমিরও ক্রিকেটপ্রেমীদের সমালোচনা করার সময় সংযত থাকার আর্জি জানিয়েছেন।


কয়েকদিন আগে একটি শপিং মলে ছেলের সামনেই সরফরাজকে অপমান করেন এক পাক ক্রিকেটপ্রেমী। তিনি এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে ‘মোটা শূকর’ বলে কটাক্ষ করেন। এ বিষয়ে পাক অধিনায়ক বলেছেন, ‘এক্ষেত্রে আমার কিছু বলার নেই। লোকজন কী বলছে, সেটা আমাদের হাতে নেই। হার-জিত খেলার অঙ্গ। আমরাই প্রথম দল নয় যারা ম্যাচ হারল। এর আগেও অনেক দল হেরেছে। আমাদের যেভাবে সমালোচনা করা হচ্ছে, সেটা যদি অতীতের দলগুলির ক্ষেত্রেও হত, তাহলে সবাই বুঝতে পারত কতটা খারাপ লাগে। এখন সোশ্যাল মিডিয়ায় যার যা খুশি লেখে। এই ঘটনা ক্রিকেটারদের মানসিকভাবে সমস্যায় ফেলে।’