সোচি: রাশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে যখন মাঠে লড়াই করছিলেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা, তখন গ্যালারি মাতাচ্ছিলেন প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ। তিনি দলের জার্সি পরে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর পাশে বসে খেলা দেখছিলেন। অন্যদিকে ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। ক্রোয়েশিয়া প্রথম গোল করার পর মেদভেদেভের সঙ্গে করমর্দন করেন কোলিন্দা। কিন্তু অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়া গোল করে এগিয়ে যাওয়ার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। আনন্দে লাফিয়ে উঠে নাচতে শুরু করে দেন। রাশিয়ার প্রধানমন্ত্রী হতাশা ও বিরক্তিতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন।
অতিরিক্ত সময়ের শেষদিকে রাশিয়া গোল করে খেলায় সমতা ফেরানোর পর পাল্টা উচ্ছ্বাস প্রকাশ করেন মেদভেদেভ। কিন্তু শেষপর্যন্ত টাইব্রেকারে জিতে সেমি-ফাইনালে চলে যায় ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ চারে মাত্র ৪০ লক্ষ মানুষের দেশটি। দল জেতার পর ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে আরও একদফা উল্লাসে মেতে ওঠেন কোলিন্দা। ফের তাঁকে সবার সঙ্গে নাচতে দেখা যায়।