চেন্নাই: ২০২৩ সালে জানুয়ারি মাসে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার নতুন ফ্রাঞ্চাইজি লিগের (CSA T20 league)। জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। তার আগে ফ্রাঞ্চাইজিগুলি নিলামপূর্বে কয়েকজন তারকাকে সরাসরি দলে নেওয়ার সুযোগ পাচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে পাঁচ তারকাকে সই করে ফেলল চেন্নাই সুপার কিংসের মালিকাধীন জোহানেসবার্গের দল।


আবারও সুপার কিংসে ফ্যাফ


ফাফ ডু প্লেসি (Faf du Plessis) এ মরসুমের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিলেও, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত (২০১৬ ও ২০১৭ সাল বাদ দিয়ে) সিএসকেরই অংশ ছিলেন। তিনি যে দক্ষিণ আফ্রিকার লিগে আবারও সুপার কিংসের দলে ফিরতে পারেন, তার জল্পনা ছিলই। বর্তমান সিএসকে তারকা মঈন আলিরও এই দলে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা ছিল। দুই জল্পনাই সত্যিই হল। দুই তারকাকেই সই করিয়েছে জোহানেসবার্গের দল। রবিবারই (২১ অগাস্ট) জোহানেসবার্গের জন্য পাঁচ তারকাকে সই করানোর কথা জানিয়ে দেওয়া হয়। মঈনের পাশাাপাশি আরেক বর্তমান সিএসকে তারকা মাহিশ থিকশানাও এই দলে রয়েছেন। 


 






এছাড়া রোমারিও শেফার্ড এবং উঠতি প্রোটিয়া তারকা জেরাল্ড কোয়েটজেকে সই করিয়েছে জোহানেসবার্গের দলটি। জল্পনা চলছে ফাফই সম্ভবত এই ফ্রাঞ্চাইজির অধিনায়ক হবেন। অধিনায়ক ঘোষণা করা না হলেও, ফাফ দলগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে এক প্রেস বিবৃতিতে স্পষ্টই জানিয়ে দিয়েছেন সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। প্রসঙ্গত, এই লিগের একই সময়ে অনুষ্ঠিত হওয়া শারজা ওয়ারির্য়সও মঈনকে দলে নিয়েছে। রয়েছে ইংল্যান্ডের সিরিজও। তাই তিনি কোন দলের হয়ে খেলবেন, এই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে।


এমআই কেপ টাউন দল


আইপিএলে সিএসকের চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের মালিকাধীন কেপ টাউন দল অবশ্য আগেই তাদের তারকাদের নাম জানিয়ে দিয়েছিল। কেপ টাউনও পাঁচ তারকাকেই সই করিয়েছে। পাঁচজনের সকলেই আইপিএল অনুরাগীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। এই তারকারা হলেন দুই ইংল্যান্ড অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, টি-টোয়েন্টি মহাতারকা রশিদ খান, প্রোটিয়া দলের তারকা বোলার কাগিসো রাবাডা এবং উঠতি প্রোটিয়া ব্যাটার তথা এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলা ডেওয়াল্ড ব্রেভিস। এমআই কেপ টাউনের তরফে এই পাঁচ তারকাকে সই করার কথা সরকারিভাবে ঘোষণাও করে দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: নাইটদের পর এবার আমিরশাহির লিগের জন্য ১৪ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করল ক্যাপিটালস