কলকাতা: কেমন কাটবে আগামী সপ্তাহ ? ভাগ্যচক্র কী বলছে? দেখে নিন এই সপ্তাহের রাশিফল ।
মেষ রাশি- এই সপ্তাহটা আপনার পক্ষে শুভ। প্রচুর সুযোগ আসবে। লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রম করতে হবে। কোনও জিনিস পছন্দ করার আগে, সময় নিন। কারণ, আপনার ভয়হীন স্বভাব সমস্যা সৃষ্টি করতে পারে। বাবার সঙ্গে কিছু ইগোর সমস্যা হতে পারে।
বৃষ রাশি- পেশাগত জীবনে কিছু উত্থান-পতনের মুখোমুখি হবেন। মাঝেমধ্যে উদ্বেগ দেখা দিতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করুন। কোনও নথিতে সই করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন।
মিথুন রাশি- চলতি সপ্তাহ ব্যবসার পার্টনারশিপের জন্য কঠিন। তাই, ইতিবাচক মনোভাব রাখুন। কর্মজীবনের অগ্রগতি এবং বৃদ্ধি প্রত্যাশিত। মেজাজ সমস্যা সৃষ্টি করতে পারে, বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবনে। যারা বিয়ে করতে চান তাঁদের পরিকল্পনায় কিছুটা বিলম্ব হতে পারে। কেউ কেউ স্ত্রীর পরিবার থেকে অপ্রত্যাশিত লাভ পেতে পারেন। বাড়ি কেনা নিয়ে পারিবারিক আলোচনা হতে পারে।
কর্কট রাশি - চলতি সপ্তাহে প্রতিযোগিতার মনোভাব থাকবে। যেসব কাজ করতে হবে, তা আগে থেকে ঠিক করে নিন। অতীতে কোনও অসুস্থতা থাকলে, তা দ্রুত সেরে উঠবে। যদি কোনও ঋণ বা ধার থাকে, তা শোধ করার উপযুক্ত সময় এটা। পারিবারিক জীবন ভাল করার জন্য আপনি কঠোর পরিশ্রম করবেন। সঙ্গীর স্বাস্থ্যের উন্নতি।
সিংহ রাশি - সমঝোতা ও লেনদেন থেকে লাভবান হবেন ব্যবসায়ীরা। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অপ্রত্যাশিত সাহায্য পাবেন। পড়াশোনায় সিরিয়াস হতে হবে ছাত্রদের। পরিবার ও ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর তীব্র ইচ্ছা থাকবে। মুখ ও চোখের বিষয়ে সতর্ক থাকুন। ভাইরাল সংক্রমণ থেকে সতর্ক থাকতে হবে।
কন্যা রাশি -পেশাগত ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহারের ক্ষেত্রে বুদ্ধির সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে চলতি সপ্তাহে। বন্ধু ও ভ্রমণের পিছনে খরচা হতে পারে। মেজাজ নিয়ন্ত্রণে রাখেন। অন্যথা তা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। তবে, পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখতে সক্ষম হবেন।
তুলা রাশি- যারা বিদেশি সংস্থায় কাজ করেন, তাঁরা প্রোমোশন পেতে পারেন। বা বেতন বাড়তে পারে। আপনার বস আপনার কাজে সন্তুষ্ট হবেন। চাকরি-সংক্রান্ত আয় বাড়বে। এ সপ্তাহে নিজের সৃষ্টিশীল দিকটা এগিয়ে নিয়ে যান। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। এই সময়ে আপনার ব্যক্তিগত জীবন আনন্দমুখর হয়ে উঠবে। বাবার সঙ্গে আগের কোনও সমস্যার সমাধান হয়ে যাবে।
বৃশ্চিক রাশি- চলতি সপ্তাহে লাভবান হবেন। সব সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। এ সপ্তাহে কোনও তাৎপর্যপূর্ণ বিনিয়োগ করবেন না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে গবেষণা করে নিন। তাছাড়া ধার নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন।
ধনু রাশি- এ সপ্তাহে কমিউনিকেশন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারেন। যারা মার্কেটিং, সেলস, লেখালেখির সঙ্গে জড়িত, তাদের পক্ষে সপ্তাহটি ভাল। দীর্ঘদিন ধরে যে সাফল্যের খোঁজ করছেন, তা পাবেন। ব্যক্তিগত জীবনে নতুন সম্পর্ক শুরু হতে পারে।
মকর রাশি- এ সপ্তাহে অনেক নতুন সুযোগ-সুবিধা আসবে। ব্যবসায় প্রচুর টাকা করবেন এবং খ্যাতি অর্জন করবেন। কাজের কারণে বিদেশে যেতে হতে পারে । বিনিয়োগে লাভ। আপনার বাবা আপনাকে প্রচুর উৎসাহ দেবেন।
কুম্ভ রাশি- পেশায় প্রচুর প্রত্যাশা থাকবে। ধৈর্য্য ধরুন এবং যে কোনও সমস্যার পিছনে ধীরে এগোন। বিনিয়োগের ক্ষেত্রে চলতি সপ্তাহটা অনুকূল। মায়ের শরীরের যত্ন নিন। কারণ, তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে।
মীন রাশি- মনোযোগ বাড়ানো ও উদ্বেগ কমানোর দিকে নজর দিন। বিরোধীদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্ক গভীর হবে। সপ্তাহের শেষভাবে ছোটখাট ভ্রমণে যেতে পারেন।