মুম্বই: একেই বলে প্রত্যাবর্তন। বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার ফলে ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসন। দু ূবছর পর ফিরেই আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফের আইপিএল চ্যাম্পিয়ন মেন ইন ইয়েলো। আবারও জয়ের শিরোপা উঠল ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনির মাথায়। এই নিয়ে তিনবার!
এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের দু’টি ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে দেয় চেন্নাই। ফলে বাড়তি আত্মবিশ্বাসী হয়েই ফাইনালে খেলতে নামে ধোনির দল। অন্যদিকে, হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের দাবি করেছিলেন, ফাইনালে অন্য লড়াই। দু’দল সমান জায়গা থেকে এই ম্যাচ খেলতে নামছে। জানিয়ে রাখেন, এই ম্যাচেও তাঁর তুরুপের তাস হতে চলেছেন দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসামান্য পারফরম্যান্স দেখানো রশিদ খান।
কিন্তু, ওয়াটসন এদিন বিপক্ষের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দেন। রবিবাসরীয় ওয়াংখেড়েতে চেন্নাইকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেন ওপেনার শেন ওয়াটসন। এদিন, বিস্ফোরক মেজাজে ছিলেন ওয়াটসন। হায়দরাবাদের কোনও বোলারকে তিনি রেয়াত করেননি। কার্যত একার হাতেই তিনি ম্যাচ পকেটে পুরে নেন। ৫৭ বলে ১১৭ রান করে অপরাজিত থাকেন এই অসি তারকা। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ৮টি বিশাল ছক্কায়। সুরেশ রায়নার (২৪ বলে ৩২) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১৫ রান যোগ করেন ওয়াটসন। রায়না আউট হওয়ার পর বাকি কাজটা অম্বাতি রায়াডুকে নিয়ে সম্পন্ন করেন ওয়াটসন। মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ধোনি-বাহিনী।
এর আগে, রবিবার ফাইনালে সিএসকে-র বিরুদ্ধে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। দলের পক্ষে ভাল রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৩৬ বলে ৪৭)। পরের দিকে ইউসুফ পাঠান (২৫ বলে ৪৫) এবং কার্লোস ব্রেথওয়েটের (১১ বলে ২১) ঝোড়ো ইনিংসের দৌলতে ওই রান তোলে এসআরএইচ। চেন্নাইয়ের পাঁচ বোলার একটি করে উইকেট দখল করেছে।
ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির দলে একটি বদল হয়। হরভজন সিংহের বদলে দলে আসেন কর্ণ শর্মা। অন্যদিকে, হায়দরাবাদ দলে দু’টি বদল হয়। খলিল আহমেদের বদলে দলে আসেন সন্দীপ শর্মা এবং চোট পাওয়া ঋদ্ধিমান সাহার বদলে খেলেন বাংলারই অপর এক উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী।
ছবি সৌজন্যে ট্যুইটার