চেন্নাই: ত্রয়োদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই এই প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা। দেশে ফিরে এলেন দলের অন্যতম তারকা ক্রিকেটার সুরেশ রায়না। এবারের আইপিএল-এ তিনি খেলতে পারবেন না।
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে ভারতে ফিরে এসেছেন সুরেশ রায়না। এবারের আইপিএল-এ তাঁকে পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তাঁর পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের পূর্ণ সমর্থন আছে।’
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। গতকালই জানা যায়, চেন্নাইয়ের একজন ক্রিকেটার এবং ১১ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের কারও নাম প্রকাশ করা হয়নি। তবে একটি সূত্রে দাবি করা হয়েছে, যে ফাস্ট বোলার করোনা আক্রান্ত হয়েছেন, তিনি ভারতীয় দলের সদস্য নন।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন রায়না ও চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার রায়না। কিন্তু এবার তিনিই এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না।
দেশে ফিরলেন, এবারের আইপিএল-এ নেই রায়না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2020 01:11 PM (IST)
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ভারতে ফিরে এসেছেন সুরেশ রায়না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -