IPL Final Score, CSK vs DC: চেন্নাইকে ৪৪ রানে হারিয়ে টানা ২ ম্যাচ জয় দিল্লির

আজ চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের তৃতীয় ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের এটি দ্বিতীয় ম্যাচ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Sep 2020 11:14 PM
চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ফাফ দু প্লেসি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান কেদার যাদবের। মহেন্দ্র সিংহ ধোনি ১৫ ও শেন ওয়াটসন ১৪ রান করেন। রবীন্দ্র জাডেজা ১২ ও মুরলী বিজয় ১০ রান করেন।
দিল্লির হয়ে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন কাগিসো রাবাডা। ২১ রান দিয়ে ২ উইকেট নিলেন অ্যানরিখ নর্জে। ১৮ রান দিয়ে ১ উইকেট নিলেন অক্ষর পটেল।
2nd Innings, Chennai Super Kings: ২০ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১৩১/৭। জাডেজা ১২, কারান ১।
2nd Innings, Chennai Super Kings: ১৯ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১২৭/৫। ধোনি ১৫, জাডেজা ৯।
2nd Innings, Chennai Super Kings: ১৮ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১২১/৫। ধোনি ১৩, জাডেজা ৭।
৪৩ রান করে রাবাডার বলে ঋষভের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দু প্লেসি। ৫ উইকেট হারাল চেন্নাই।
2nd Innings, Chennai Super Kings: ১৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১১১/৪। দু প্লেসি ৪১, ধোনি ১২।
2nd Innings, Chennai Super Kings: ১৬ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১০১/৪। দু প্লেসি ৪০, ধোনি ৩।
অ্যানরিখ নর্জের দ্বিতীয় শিকার কেদার যাদব। ২৬ রান করে এলবিডব্লু হয়ে গেলেন কেদার। ৯৮ রানে ৪ উইকেট হারাল চেন্নাই।
2nd Innings, Chennai Super Kings: ১৫ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৯৫/৩। দু প্লেসি ৩৮, কেদার ২৫।
2nd Innings, Chennai Super Kings: ১৪ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৮৪/৩। দু প্লেসি ৩২, কেদার ২০।
2nd Innings, Chennai Super Kings: ১৩ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৭১/৩। দু প্লেসি ৩২, কেদার ৯।
2nd Innings, Chennai Super Kings: ১২ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৬০/৩। দু প্লেসি ২৩, কেদার ৭।
2nd Innings, Chennai Super Kings: ১১ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৫৩/৩। দু প্লেসি ১৮, কেদার ৫।
2nd Innings, Chennai Super Kings: ১০ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৪৭/৩। দু প্লেসি ১৫, কেদার ২।
৫ করে রান আউট হয়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। ৪৪ রানে ৩ উইকেট হারাল চেন্নাই।
2nd Innings, Chennai Super Kings: ৯ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৪৪/২। দু প্লেসি ১৩, গায়কোয়াড় ৪।
2nd Innings, Chennai Super Kings: ৮ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৪১/২। দু প্লেসি ১২, গায়কোয়াড় ৪।
2nd Innings, Chennai Super Kings: ৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৩৭/২। দু প্লেসি ১০, গায়কোয়াড় ২।
ষষ্ঠ ওভারের শেষ বলে আউট মুরলী বিজয়। অ্যানরিখ নর্জের বলে কাগিসো রাবাডার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১০ রান করলেন বিজয়। ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারাল চেন্নাই।
2nd Innings, Chennai Super Kings: ৫ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২৬/১। বিজয় ১০, দু প্লেসি ২।
পঞ্চম ওভারে প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস। ১৪ রান করে অক্ষর পটেলের বলে শিরমন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শেন ওয়াটসন।
2nd Innings, Chennai Super Kings: চতুর্থ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২২/০। বিজয় ৮, ওয়াটসন ১৪।
তৃতীয় ওভারে অ্যানরিখ নর্জের বলে শেন ওয়াটসনের ক্যাচ মিস করলেন পৃথ্বী শ।
2nd Innings, Chennai Super Kings: তৃতীয় ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১০/০। বিজয় ৭, ওয়াটসন ৩।
2nd Innings, Chennai Super Kings: প্রথম ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২/০। বিজয় ২, ওয়াটসন ০।
চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নামলেন মুরলী বিজয় ও শেন ওয়াটসন। দিল্লি ক্যাপিটালসের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন কাগিসো রাবাডা।
চেন্নাই সুপার কিংসের হয়ে পীযূষ চাওলা দু’টি এবং স্যাম কারান একটি উইকেট নেন।
পৃথ্বী শ-র ৬৪, ঋষভ পন্থের অপরাজিত ৩৭, শিখর ধবনের ৩৫ ও অধিনায়ক শ্রেয়স আয়ারের ২৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান করল দিল্লি ক্যাপিটালস। একসময় মনে হচ্ছিল ২০০ রান করে ফেলবে দিল্লি। কিন্তু শেষদিকে দ্রুত রান তুলতে ব্যর্থ হলেন ঋষভরা।
1st Innings, Delhi Capitals: ২০ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৭৫/৩। ঋষভ ৩৭, স্টোইনিস ৫।
দুর্দান্ত ক্যাচ নিয়ে শ্রেয়সকে ফেরালেন ধোনি। তৃতীয় উইকেট হারাল দিল্লি।
1st Innings, Delhi Capitals: ১৮ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৫৭/২। ঋষভ ৩১, শ্রেয়স ২৩।
1st Innings, Delhi Capitals: ১৭ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৪৬/২। ঋষভ ২২, শ্রেয়স ২২।
1st Innings, Delhi Capitals: ১৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৩৪/২। ঋষভ ২১, শ্রেয়স ১১।
1st Innings, Delhi Capitals: ১৫ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১২৪/২। ঋষভ ১৫, শ্রেয়স ৭।
1st Innings, Delhi Capitals: ১৪ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১১৩/২। ঋষভ ৯, শ্রেয়স ৩।
1st Innings, Delhi Capitals: ১৩ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১০৫/২। ঋষভ ৩, শ্রেয়স ১।
৬৪ করে রান আউট হয়ে গেলেন পৃথ্বী শ। দ্বিতীয় উইকেট হারাল দিল্লি।
1st Innings, Delhi Capitals: ১২ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১০২/১। পৃথ্বী ৬৪, ঋষভ ১।
ভাল ব্যাটিং করছিলেন। হঠাৎ রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়ে গেলেন শিখর ধবন। ৩৫ রান করে আউট হলেন তিনি। উইকেট নিলেন পীযূষ চাওলা। খারাপ শট খেলে কার্যত উইকেট ছুঁড়ে দিলেন ধবন। প্রথম উইকেট হারাল দিল্লি।
৩৫ বলে অর্ধশতরান করলেন পৃথ্বী শ। এখনও কোনও উইকেট হারায়নি দিল্লি। ফলে বড় স্কোরের আশায় দিল্লি।
1st Innings, Delhi Capitals: ৯ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭৩/০। পৃথ্বী ৪৯, ধবন ২২।
1st Innings, Delhi Capitals: ৮ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৬২/০। পৃথ্বী ৩৯, ধবন ২১।
৮ নম্বর ওভারে বোলিং করতে এলেন রবীন্দ্র জাডেজা। তাঁর প্রথম বলেই ছক্কা মারলেন ধবন। এই ওভারে উঠল ১৩ রান।
1st Innings, Delhi Capitals: ৭ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪৯/০। পৃথ্বী ৩৮, ধবন ৯।
৭ নম্বর ওভারে বোলিং করতে এলেন লেগ-স্পিনার পীযূষ চাওলা। এই ওভারে উঠল ১৩ রান।
1st Innings, Delhi Capitals: ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩৬/০। পৃথ্বী ২৭, ধবন ৭।
1st Innings, Delhi Capitals: ৫ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩০/০। পৃথ্বী ২৫, ধবন ৩।
1st Innings, Delhi Capitals: চতুর্থ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২৭/০। পৃথ্বী ২২, ধবন ৩।
স্যাম কারানের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাউন্ডারি মারলেন পৃথ্বী। চতুর্থ বলে ফের বাউন্ডারি। পরের বলটি হল ওয়াইড। এই ওভারে উঠল ১২ রান।
1st Innings, Delhi Capitals: তৃতীয় ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৫/০। পৃথ্বী ১১, ধবন ৩।
বোলিং পরিবর্তন। চেন্নাইয়ের হয়ে তৃতীয় ওভারে বোলিং করতে এলেন জোশ হ্যাজেলউড। এই ওভারে উঠল ৪ রান।
1st Innings, Delhi Capitals: দ্বিতীয় ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১১/০। পৃথ্বী ৯, ধবন ১।
চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন স্যাম কারান। এই ওভারে উঠল ২ রান।
1st Innings, Delhi Capitals: প্রথম ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৯/০।
প্রথম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর বাউন্ডারি মারলেন পৃথ্বী। এই ওভারে উঠল ৯ রান।
দিল্লির হয়ে ওপেন করতে নেমেছেন পৃথ্বী শ ও শিখর ধবন। চেন্নাইয়ের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন দীপক চাহার।
চেন্নাইয়ের দলে একটি বদল হয়েছে। লুঙ্গি এনগিডির জায়গায় দলে এসেছেন জোশ হ্যাজেলউড।
আজকের ম্যাচে দিল্লির দলে দু’টি বদল হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের বদলে দলে এসেছেন অমিত মিশ্র। মোহিত শর্মার বদলে খেলছেন আবেশ খান।
দিল্লি ক্যাপিটালস দল- পৃথ্বী শ, শিখর ধবন, শিমরন হেটমায়ার, শ্রেয়স আয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস, অক্ষর পটেল, কাগিসো রাবাডা, অমিত মিশ্র, অ্যানরিখ নর্তে, আবেশ খান।
চেন্নাই সুপার কিংস দল- মুরলী বিজয়, শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, স্যাম কারান, রুতুরাজ গায়কোয়াড়, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, জোশ হ্যাজেলউড, দীপক চাহার, পীযূষ চাওলা।

প্রেক্ষাপট

দুবাই: চলতি আইপিএল-এর সপ্তম ম্যাচে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। এটি এবারের আইপিএল-এ চেন্নাইয়ের তৃতীয় ম্যাচ। অন্যদিকে, নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দিল্লি। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ফলে প্রথমে ব্যাটিং করছে দিল্লি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.