CSK vs DC, IPL 2023 Live: ঘরের মাঠে ২৭ রানে জয়ী ধোনিরা, দিল্লির স্বপ্নভঙ্গ
IPL 2023, Match 55, CSK vs DC: এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৭ ম্য়াচে দুটো দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাল্লা ভারী চেন্নাইয়ের। ধোনির নেতৃত্বাধীন দল ১৭ বার জয় ছিনিয়ে নিয়েছে।
ABP Ananda Last Updated: 10 May 2023 11:18 PM
প্রেক্ষাপট
আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে এই দুটো দল। চেন্নাই পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ১১...More
আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে এই দুটো দল। চেন্নাই পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ১১ ম্য়াচে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরেছে এম এস ধােনি। অন্যদিকে ১০ দলের পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১১টি ম্যাচ খেলে ঝুলিতে ৮ পয়েন্ট পুরেছে ডেভিড ওয়ার্নার। প্লে অফের দৌড়ে এই মুহূর্তে চেন্নাই অনেক এগিয়ে রয়েছে। অন্য়দিকে প্লে অফে টিকে থাকতে হলে দিল্লিকে আর কোনও ম্যাচ হারলে হবে না। এমনকী অন্য দলের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। দুটো দলই তাঁদের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। মুম্বইকে হারিয়ে দিয়েছিলেন চেন্নাই। অন্যদিকে আরসিবির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে এবার মাঠে নামতে চলেছে ওয়ার্নার বাহিনী। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৭ ম্য়াচে দুটো দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাল্লা ভারী চেন্নাইয়ের। ধোনির নেতৃত্বাধীন দল ১৭ বার জয় ছিনিয়ে নিয়েছে। অন্য়দিকে ওয়ার্নার দিল্লি ক্যাপিটালস ১০ বার জিতেছে। দিল্লি আগে দিল্লি ডেয়ারডেভিলস নাম ছিল। পরে ফ্র্য়াঞ্চাইজির নাম বদল হয়। এদিকে, গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (MI vs RCB) ৬ উইকেটে হারিয়ে আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রইল মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরপর ২ ম্যাচ হেরে চাপে আরসিবি। পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে গিয়েছেন ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিরা।অন্তত দশ ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল, অথচ দশ দলের কেউই প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়নি, কারও প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যায়নি, আইপিএলের (IPL) ইতিহাসে কখনও এ জিনিস হয়েছে?
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
CSK vs DC Live: ২৭ রানে জয়ী চেন্নাই
১৪০/৮ করে আটকে গেল দিল্লি ক্যাপিটালস। ২৭ রানে ম্যাচ জিতলেন ধোনিরা। এই পরাজয়ে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল দিল্লি।