CSK vs KKR Live: রিঙ্কু-রানার দাপুটে ব্যাটিং, ৬ উইকেটে সিএসকেকে হারাল কেকেআর

CSK vs KKR: প্লে-অফে পৌঁছতে হলে কেকেআরকে এই ম্যাচ জিততেই হবে। অপরদিকে, সিএসকে এই ম্যাচ জিতলে প্লে-অফে জায়গা পাকা করতে পারে।

ABP Ananda Last Updated: 14 May 2023 11:09 PM

প্রেক্ষাপট

চেন্নাই: চলতি আইপিএলে যদি স্পিন শক্তির কথা ধরা হয়, তবে দুই দল কার্যত একই বিন্দুতে। সমান শক্তিশালী। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস (CSK vs KKR)। যারা রবিবাসরীয় চিপকে যুযুধান।এবারের আইপিএলে ৪০...More

CSK vs KKR Live Score: দুরন্ত জয়

রিঙ্কু-রানার ব্যাটে ভর করে নয় বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল কেকেআর। রিঙ্কু ও রানা উভয়েই ৫৪ রান করেন। এই জয়ের ফলে কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশা বজায় রাখল কেকেআর।