দুবাই: টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করল কলকাতা নাইট রাইডার্স। দুর্দান্ত ব্যাটিং করলেন ওপেনার নীতীশ রানা। মূলত তাঁর জন্যই বড় স্কোর গড়তে পারল দল। প্লে-অফে যাওয়ার আশা বজায় রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে কেকেআর-কে। ব্যাটসম্যানরা নিজেদের কাজটা করেছেন। এবার দলকে জেতানোর জন্য বোলারদের ভাল পারফরম্যান্স দেখাতে হবে।


এদিন ইনিংসের শুরুটা ভাল করেন কেকেআর-এর দুই ওপেনার শুবমান গিল (২৬) ও রানা। ওপেনিং জুটিতে যোগ হয় ৫৩ রান। তিন নম্বরে নামা সুনীল নারাইন (৭) অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। চার নম্বরে নামা রিঙ্কু সিংহও (১১) দ্রুত ফিরে যান। তবে রানা লড়াই চালিয়ে যান। ১৬-তম ওভারে কর্ণ শর্মার বলে পরপর তিনটি ছক্কা মারেন রানা। নিশ্চিত শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ১৮-তম ওভারের প্রথম বলে ছক্কা মারতে গিয়ে স্যাম কারানের হাতে ধরা পড়ে যান তিনি। ৬১ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও চারটি ছক্কা।

কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান করেন ১৫ রান। প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। রাহুল ত্রিপাঠি ৩ রান করে অপরাজিত থাকেন।

চেন্নাইয়ের হয়ে জোড়া উইকেট নেন লুঙ্গি এনগিডি। একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাডেজা ও কর্ণ।