CSK vs MI Final Score: চেন্নাইকে ১০ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2020 10:32 PM (IST)
ফের ধোনিদের ব্যাটিং বিপর্যয়।
শারজা: ৩ রানে ৪ উইকেট! হ্যাঁ, সপ্তমীর সন্ধেবেলা মরুশহরে আইপিএল-এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে চেন্নাই সুপার কিংসের এমনই করুণ দশা হয়েছিল। সেই সময় ৫০ রানও ভিনগ্রহের দূরত্ব বলে মনে হচ্ছিল। তবে স্যাম কারানের (৫২) অর্ধশতরানের সুবাদে চেন্নাইয়ের স্কোর ১০০ পেরিয়ে যায়। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সহ দলের মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে সক্ষম হন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৪ রান করে চেন্নাই। মুম্বইয়ের হয়ে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। দু’টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও রাহুল চাহার। একটি উইকেট নেন নাথান কুল্টার-নাইল। কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল মুম্বই। এদিন শুরু থেকে শেষপর্যন্ত মুম্বইয়েরই দাপট ছিল। পুরোপুরি একপেশে ম্যাচ হয়। প্রথম ওভারেই রুতুরাজ গায়কোয়াড়কে (০) ফিরিয়ে দেন বোল্ট। দ্বিতীয় ওভারে পরপর ২ বলে আউট হয়ে যান অম্বাতি রায়াডু (২) ও এন জগদীশন। এই দু’টি উইকেট নেন বুমরাহ। তৃতীয় ওভারে ফিরে যান ফাফ দু প্লেসি (১)। ৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর দলের রান দু’অঙ্কে নিয়ে যান ধোনি (১৬) ও জাডেজা (৭)। ৩০ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর পাল্টা লড়াই শুরু করেন কারান। ইমরান তাহির ১৩ রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে মুম্বইয়ের দুই ওপেনার কুইন্টন ডি কক (৪৬) ও ঈশান কিষাণকে (৬৮) কোনওরকম সমস্যাতেই পড়তে হয়নি। ১২.২ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই। অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে এই বড় জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল মুম্বই। দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও ১০ ম্যাচে পয়েন্ট ১৪। তবে রান রেটে এগিয়ে মুম্বই। অন্যদিকে, ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নীচেই থেকে গেল চেন্নাই।