শারজা: আজ আইপিএল-এ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় তিন নম্বরে মুম্বই। অন্যদিকে, সবার নীচে, আট নম্বরে চেন্নাই। আইপিএল-এর ইতিহাসে সফলতম দুই দলের এই বিপরীত অবস্থান এর আগে কখনও দেখা যায়নি। চেন্নাই প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি, এটা এর আগে কোনওবার হয়নি। তবে এবার হয়তো সেটাই হতে চলেছে। মুম্বই অবশ্য ভাল জায়গায়। রোহিতদের প্লে-অফে যাওয়া কার্যত নিশ্চিত।


আজকের ম্যাচে মুম্বইয়ের অধিনায়ক রোহিত ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান ঈশান কিষাণ খেলতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ, রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তাঁরা চোট পান। রোহিত ও ঈশান আজ খেলতে না পারলে সমস্যায় পড়তে পারে মুম্বই। আজ রোহিত খেলতে না পারলে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে কাইরন পোলার্ডকে।  অন্যদিকে, চোটের জন্য চেন্নাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো খেলতে পারবেন না বলেই জানা গিয়েছে।

চলতি আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি হয়েছিল মুম্বই ও চেন্নাই। সেই ম্যাচে সহজেই ৫ উইকেটে জয় পান ধোনিরা। প্রথম ম্যাচে হার দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করলেও, তারপর ঘুরে দাঁড়িয়েছেন রোহিতরা। কিন্তু ধোনিদের পারফরম্যান্স ক্রমশঃ খারাপ হয়েছে।  ফলে আজ তাঁদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই।