CSK vs PBKS LIVE Score: রূদ্ধশ্বাস ম্যাচে সিএসকেকে হারিয়ে জয় পাঞ্জাবের

CSK vs PBKS IPL 2023 LIVE Score Updates: মুখোমুখি লড়াইয়ে ১৫টি ম্যাচ জিতেছে সিএসকে, ১২টি জিতেছে পাঞ্জাব কিংস।

ABP Ananda Last Updated: 30 Apr 2023 07:36 PM
CSK vs PBKS Score: জয় পাঞ্জাবের

৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে গেল পাঞ্জাব। 

CSK vs PBKS LIVE: আরও ২ উইকেট হারাল পাঞ্জাব

৩ উইকেট হারাল পাঞ্জাব শিবির। ফিরলেন প্রভসিমরন ও অর্থবও। 

CSK vs PBKS Score: আউট ধবন

পাঞ্জাবের প্রথম উইকেটের পতন। তুষার দেশপাণ্ডের বলে আউট হয়ে ফিরলেন ধবন। 

CSK vs PBKS LIVE: ৪ ওভারে পাঞ্জাবের স্কোর ৪২/০

৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৪২ রান তুলে নিল পাঞ্জাব। 

CSK vs PBKS Score: ২০ ওভারে সিএসকের স্কোর ২০০/৪

শেষ বল ছক্কা হাঁকালেন এমএস ধোনি। ২০ ওভারে বোর্ডে ২০০/৪ বোর্ডে তুলে নিল সিএসকে। 

CSK vs PBKS LIVE: আউট জাডেজা

১০ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রবীন্দ্র জাডেজা। 

CSK vs PBKS Score: আউট দুবে

চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন। ২৮ রান করে ফিরলেন শিবম দুবে। 

CSK vs PBKS LIVE: ১৩ ওভারে সিএসকের স্কোর ১২১/১

১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১২১ রান বোর্ডে তুলে ফেলল সিএসকে। 

CSK vs PBKS Score: আউট রুতুরাজ

৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড। 

CSK vs PBKS LIVE: ৬ ওভারে সিএসকের স্কোর ৫৮/০

পাওয়ার প্লে-তে বিনা উইকেট হারিয়ে বোর্ডে ৫৮ রান তুলে নিল সিএসকে। 

CSK vs PBKS Score: প্রথম ওভার শেষ

প্রথম ওভার শেষে সিএসকের স্কোর ৭/০। রুতু ৫ ও কনওয়ে শূন্য রানে ক্রিজে রয়েছেন।

CSK vs PBKS LIVE: টস জিতলেন ধোনি

পাঞ্জাবের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। 

প্রেক্ষাপট

চেন্নাই: আইপিএলে নিজেদের গত ম্যাচে লখনউ সুপার কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। অপরদিকে, চেন্নাই সুপার কিংসকেও (Chennai Super Kings) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল। আজকের ম্যাচে দুই দলই একে অপরের মুখোমুখি হচ্ছে। গত ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই জয়ের জন্য মরিয়া হয়ে দুই দলই মাঠে নামবে। একদিকে যেখানে ম্যাচ জিতলে সিএসকের লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি রয়েছে, সেখানে পাঞ্জাবের সামনে প্রথম চারে প্রবেশ করার সুযোগ। তাই সমর্থকরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন।


দুপুরের বেলার ম্যাচ হওয়ায় আজকের ম্যাচে শিশিরের কোনওরকম প্রভাব পড়ার কথা নয়। তাই টসে জিতে অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেই পারেন। চোটের কারণে পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবনকে বেশ কয়েকটি ম্যাচ মাঠের বাইরেই থাকতে হয়েছে। গত ম্যাচে তিনি দলে ফিরেছেন বটে, তবে দলকে জেতাতে পারেননি। আজকের ম্যাচেও তিনিই পাঞ্জাবের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছেন। এছাড়া প্রাক্তন সিএসকে অলরাউন্ডার স্যাম কারানও হলুদ ব্রিগেডকে চাপে ফেলতে পারেন।


অপরদিকে, সিএসকের পিচে যদি বল স্পিন করে, তাহলে দলের তারকা স্পিনত্রয়ী রবীন্দ্র জাডেজা, মঈন আলি, মাহিশ থিকসানা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এছাড়া মাথিশা পাথিরানার দিকেও কিন্তু নজর থাকবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.