CSK vs SRH, IPL 2023 Live: বলে জাডেজা, ব্যাটে কনওয়ের সুবাদে সানরাইজার্সকে সাত উইকেটে হারাল সিএসকে

IPL 2023, Match 29, CSK vs SRH: সিএসকের বিরুদ্ধে এখনও চিপকে একটি ম্যাচও জিততে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।

ABP Ananda Last Updated: 21 Apr 2023 10:57 PM

প্রেক্ষাপট

চেন্নাই: আজ আইপিএলের (IPL 2023) ২৯তম ম্যাচে দক্ষিণী ডার্বিতে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লিগ তালিকার দিকে তাকালে এই ম্যাচটি তিনে থাকা সিএসকের বিরুদ্ধে...More

CSK vs SRH Live: সহজ জয়

শেষ পর্যন্ত টিকে থেকে সিএসকের জয় সুনিশ্চিত করলেন ডেভন কনওয়ে। তিনি ৭৭ রানে অপরাজিত থাকেন। ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল সিএসকে।