CSK vs SRH, IPL 2023 Live: বলে জাডেজা, ব্যাটে কনওয়ের সুবাদে সানরাইজার্সকে সাত উইকেটে হারাল সিএসকে

IPL 2023, Match 29, CSK vs SRH: সিএসকের বিরুদ্ধে এখনও চিপকে একটি ম্যাচও জিততে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।

ABP Ananda Last Updated: 21 Apr 2023 10:57 PM
CSK vs SRH Live: সহজ জয়

শেষ পর্যন্ত টিকে থেকে সিএসকের জয় সুনিশ্চিত করলেন ডেভন কনওয়ে। তিনি ৭৭ রানে অপরাজিত থাকেন। ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল সিএসকে। 

CSK vs SRH Live Score: দুভার্গ্য়জনক রান আউট

দুরন্ত ছন্দে দেখানো সিএসকের ওপেনিং পার্টনারশিপ অবশেষে ৮৭ রানে ভাঙল। কনওয়ের স্ট্রেভ ডাইভ উমরনের হাতে লেগে নন-স্ট্রাইক এন্ডের উইকেট ভেঙে যায়। ফলে ক্রিজের বাইরে থাকা রুতুরাজকে ৩৫ রানেই দুর্ভাগ্যবশত রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয়।

CSK vs SRH Live: দুরন্ত পাওয়ার প্লে

ইনিংসের শুরুটা সিএসকের দুই ওপেনার দুরন্তভাবে করেছেন। পাওয়ার প্লের শেষে সিএসকের স্কোর বিনা উইকেটে ৬০। ডেভন কনওয়ে ৪১ ও রুতুরাজ গায়কোয়াড় ১৮ রানে ব্যাট করছেন। 

SRH vs CSK Live: সিএসকের স্কোর ১৭/০

২ ওভারের শেষে সিএসকের স্কোর ১৭/০। ক্রিজে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে।

CSK vs SRH Live: সিএসকের লক্ষ্য ১৩৫

সিএসকের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ সানরাইজার্স। নির্ধারিত ২০ ওভারে ১৩৪/৭ তুলল সানরাইজার্স। ইনিংসের শেষ তিন ওভারে মাত্র ২০ রান করে সানরাইজার্স।

CSK vs SRH Live: পরপর সাফল্য

একসময় সানরাইজার্সের ইনিংস বেশ ভাল গতিতেই এগোচ্ছিল, কিন্তু পরপর উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে গিয়েছে সানরাইজার্স। পরপর তিন ওভারে তিন উইকেট হারাল সানরাইজার্স। ১৪ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৯৭/৫। 

CSK vs SRH Live Score: জাডেজার দ্বিতীয় সাফল্য

এর আগেই অভিষেক শর্মাকে ৩৪ রানে সাজঘরে ফিরিয়েছিলেন, এবার রাহুল ত্রিপাঠীকেও ফেরালেন রবীন্দ্র জাডেজাই। তৃতীয় উইকেট হারাল সানরাইজার্স। ১২ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৮৬/৩।

CSK vs SRH Live: ছন্দে অভিষেক

ওপেনিংয়ে ফিরেই বেশ ছন্দে ব্যাট করছেন অভিষেক শর্মা। তিনি আপাতত ৩৪ রানে ব্যাট করছেন। রাহুল ত্রিপাঠী খেলছেন ১৬ রানে। ৯ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৭০/১। 

CSK vs SRH Live Score: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দরাবাদ এক উইকেটের বিনিময়ে ৪৫ রান তুলল। হ্যারি ব্রুক এই ম্যাচেও ব্যর্থ হলেন। তিনি মাত্র ১৮ রানে সাজঘরে ফিরলেন। ছয় ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৪৫/১।

CSK vs SRH Live: ৩ ওভার শেষে স্কোর ২৩/০

তিন ওভার শেষে সানরাইজার্সের স্কোর বিনা উইকেটে ২৩ রান। হ্যারি ব্রুক ৮ ও অভিষেক শর্মা ১৪ রানে ব্যাট করছেন ।

CSK vs SRH Live Score: টস জিতলেন ধোনি

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সিএসকের হয়ে এই ম্যাচেও বেন স্টোকস মাঠে নামছেন না। 

প্রেক্ষাপট

চেন্নাই: আজ আইপিএলের (IPL 2023) ২৯তম ম্যাচে দক্ষিণী ডার্বিতে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লিগ তালিকার দিকে তাকালে এই ম্যাচটি তিনে থাকা সিএসকের বিরুদ্ধে নয় নম্বরে থাকা সানরাইজার্সের লড়াই হলেও, দুই দলই শেষ কয়েকটি ম্যাচে কিন্তু ভাল পারফর্ম করেছে। সানরাইজার্স নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজিত হলেও, তার আগের দুই ম্যাচে কেকেআর ও পাঞ্জাব কিংসকে পরাজিত করেছিল। অপরদিকে, সিএসকে বিগত তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় পেয়েছে। সুতরাং, দুই দলই বেশ ফর্মে রয়েছে।


চেন্নাই আজকের ম্যাচটি জিতলেই রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে যুগ্মভাবে এ মরসুমে এখনও পর্যন্ত সর্বাধিক চারটি ম্যাচ জিতে নেবে। অপরদিকে, সানরাইজার্সের সামনে ইতিহাস তৈরি করার সুযোগ। সানরাইজার্স এর আগে কোনওদিনও সিএসকের ঘরের মাঠ চিপকে হলুদ ব্রিগেডকে পরাজিত করতে পারেনি। অপরদিকে, সিএসকে চিপকে শেষ ২৩টি ম্যাচের মধ্যে ১৯টিতে জিতেছে। সুতরাং, সানরাইজার্সের সামনে যে চ্যালেঞ্জটা বেশ কঠিন, তা বলাই বাহুল্য। 


চিপকে বরাবরই স্পিনাররা মদত পান। এই ম্যাচেও তেমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এখনও পর্যন্ত এ মরসুমের দুইটি ম্যাচে এই মাঠে কিন্তু ব্য়াটাররা রানও পেয়েছেন। অবশ্য স্পিনাররা সাহায্য পেলেও, ফাস্ট বোলারদের এই পিচে দাঁত ফোটাতে সাম্প্রতিক সময়ে বেশ কসরত করতে হয়েছে এবং এই ম্যাচেও সেই ধারা বজায় থাকার সম্ভাবনা প্রবল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.