সিডনি: চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু তার আগেই মানসিক যুদ্ধ শুরু করে দিলেন অজি ক্রিকেটাররা। ডাউন আন্ডারকে চার টেস্টের সিরিজ খেলবে ভারত। অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সের ভবিষ্যদ্বাণী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সেঞ্চুরি পাবেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়াতে আটটি টেস্টে ব্যাটিং গড় ৬২, যা তাঁর কেরিয়ারের গড়ের চেয়েও বেশি। অস্ট্রেলিয়ায় আটটি সেঞ্চুরি রয়েছে ভারতের রান মেশিনের। এ হেন কোহলি সম্পর্কেই ভবিষ্যতবাণী করলেন কামিন্স। তিনি বলেছেন, ‘আমার সাহসী ভবিষ্যদ্বাণী আমি মনে করি যে, কোহলি এবার সেঞ্চুরি পাবেন না। আমরা এখানে ওদের হারিয়ে দেব’।

কামিন্স এই দাবি করলেও ভারত এমনিতেই শক্তিশালী দল। তারওপর অস্ট্রেলিয়া দলে নেই নির্বাসিত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এবার অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ জয়ের জোরাল সম্ভাবনা রয়েছে।

কিন্তু কামিন্সের মতোই ওই সিরিজে অস্ট্রেলিয়ার জয় নিয়ে আশাবাদী তাদের প্রাক্তন বোলার গ্লেন ম্যাক গ্রা। তিনিও কামিন্সের সঙ্গেই ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। ম্যাক গ্রার ভবিষ্যদ্বাণী, অস্ট্রেলিয়া ভারতকে ৪-০ হারাবে। অস্ট্রেলিয়া দল সিরিজে কোহলিকে নিশানা করুক, এমনটাই চেয়েছেন ম্যাক গ্রা। তিনি বলেছেন, ‘আমি চাই যে, অস্ট্রেলিয় খেলোয়াড়রা কোহলির ওপর চাপ তৈরি করুন, দেখা যাক কোহলি সেই চাপ কীভাবে সামলাতে পারেন। এটা খুবই কঠিন, শক্ত ও প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হতে চলেছে। কোহলির খানিকটা আগ্রাসী মানসিকতা রয়েছে। কিন্তু গতবার  ওই মানসিকতার কারণেই ওকে আউট হতে দেখেছিলাম। ৭০-র শেষের দিকে এবং ৮০-র দশক জুড়ে ওয়েস্ট ইন্ডিজ দুর্দ্ধর্ষ দল ছিল। তারা ওই সময় প্রতিপক্ষের অধিনায়ককেই নিশানা করত। আমিও খেলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের লক্ষ্যবস্তু করতাম। প্রতিপক্ষের সেরা খেলোয়াড়, অধিনায়ককে চাপে ফেলতে পারলেই কাজটা অনেক সহজ হয়ে যায়। অস্ট্রেলিয়াও যদি কোহলির ওপর চাপ বাড়াতে সক্ষম হয়, তাহলে খেলায় তার বড়সড় প্রভাব পড়বে’।