১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত ছয়টি বিশ্বকাপ খেলছেন সচিন। বিভিন্ন সময়ে কপিল দেব, জাভাগল শ্রীনাথ ও জাহির খানের নেতৃত্বাধীন ভারতীয় বোলিং আক্রমণকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। তিনি মনে করেন, ভিন্ন প্রজন্মগুলির মধ্যে একে অপরের তুলনা করা ঠিক নয়। কারণ, বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়মে খেলা হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক বলেছেন, ভিন্ন ভিন্ন সময়ের মধ্যে তুলনা করাটা আমি পছন্দ করি না। কারণ, ভিন্ন ভিন্ন সময়ে দলগুলি ভিন্ন নিয়মে খেলে থাকে।
সচিন বলেছেন, নিয়মের এই বদলের জন্য ভিন্ন প্রজন্মের মধ্যে তুলনা করা কঠিন।
সচিন বলেছেন, এখন দুটি নতুন বল নেওয়া যায়, ফিল্ডিংয়ে নতুন বিধিনিষেধ (১১ থেকে ৪০ ওভার পর্যন্ত ৩০ গজ বৃত্তের বাইরে চারজন ফিল্ডার এবং শেষ ১০ ওভারে আরও একজন বেশি), এটা অনেকটা ১০০ মিটার রানাররা এখন ৯০ বা ৮০ মিটার দৌড়চ্ছেন, কারণ, নিয়ম বদলে গিয়েছে।
সচিন বলেছেন, একটি বলে খেলা হলে বোলাররা রিভার্স সুইংয়ের সুবিধা পেত..এখন তা পাওয়া কঠিন। তাই বর্তমান ভারতীয় দলের বোলিং আক্রমণের সঙ্গে প্রতিপক্ষ দলগুলির বোলিং আক্রমণের পরিপ্রেক্ষিতে বিচার করে দেখতে হবে। এটা ঠিক যে, এখনকার সময়ে ভারতের বোলিং আক্রমণ খুবই ভালো।
সচিন বলেছেন, এখন ভারতীয় দলের বোলাররা সেরা ফর্মে রয়েছে। বর্তমান সময়ের সবচেয়ে সম্পূর্ণ বোলিং অ্যাটাক। বুমরাহ বেশ কিছুদিন ধরেই এই ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর বোলার। প্রয়োজনের সময়ে ব্রেকথ্রু এনে দিতে ও সিদ্ধহস্ত। এছাড়াও দুই রিস্ট স্পিনার (কুলদীপ ও চাহল) ভালো ছন্দে রয়েছে।