নয়াদিল্লি:# কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনেও সোনা এল দেশে। মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন হিনা সিধু, কমনওয়েলখ রেকর্ডও করেছেন। এ নিয়ে এখনও পর্যন্ত ১১টি সোনা পেল ভারত।


# পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে গগন নারাঙ্গ সপ্তম হয়েছেন, চৈন সিংহ চতুর্থ।

# ৪৯ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে অমিত পাঙ্ঘাল স্কটিশ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন।

এখনও পর্যন্ত ২০টি পদক জিতেছি আমরা, তার মধ্যে সোনাই ১১টি। হিনা সিধু ও অনু সিংহকে দেখা যাবে মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। ৪০০ মিটার দৌড়ে পুরুষদের ফাইনালে উঠেছেন মহম্মদ আনাস। ১৯৫৮-য় মিলখা সিংহের পর তিনিই প্রথম ভারতীয় যিনি এই ইভেন্টের ফাইনালে উঠলেন।

হকিতে মালয়েশিয়াকে ২-১-এ হারিয়ে সেমিফাইনালে চলে গিয়েছে ভারত।

পাশাপাশি আরও ৩ জন ভারতীয় বক্সার আজ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবেন। জিতলে প্রত্যেকের পদক সুনিশ্চিত। সাঁতারু বৈষ্ণবী বিনোদ জগতাপ মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল ফাইনালে উঠেছেন। আজ জলে নামবেন তিনিও।