বার্মিংহাম: মহিলাদের বক্সিংয়ে সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে নেমেছিলেন ভারতের নীতু (Nitu Ghanghas)। সেই লক্ষ্যে তিনি সফল হলেন। বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ১৪ নম্বর সোনা এল ভারতের ঘরে।


৫-০ জয়


মহিলাদের বক্সিংয়ের মিনিমামওয়েট (৪৫ কেজি থেকে ৪৮ কেজি) ফাইনালে নীতুর প্রতিপক্ষ ছিলেন আয়োজক দেশের বক্সার ডেমি-জেড রেজটান। তাঁকেই ৫-০ হারিয়ে সোনা জিতলেন ভারতীয় বক্সার। রেজটান ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ মেডেলিস্ট। তাই তাঁর বিরুদ্ধে নীতুর লড়াইটা সহজ হওয়ার কথা ছিল না। কিন্তু মাত্র ২১ বছর বয়সি তরুণী নীতু গোটা ম্য়াচ জুড়েই নিজের দাপট দেখান। এর আগে দুই বার ইয়ুথ চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন নীতু, এবার নিজের কমনওয়েলথ গেমস অভিষেকেই সোনা আসল তাঁর ঝুলিতে।


বক্সিংয়ে তিন মিনিটের তিনটি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ডে, গোটা নয় মিনিট জুড়েই দারুণ পরিপক্কতার পরিচয় দেখান নীতু। তীক্ষ্ণ ঘুষির পাশাপাশি ম্যাচের গতিও ভারতীয় বক্সারই নির্ধারণ করেন। এর ফলে তাঁর দাপটে প্রতিপক্ষ বক্সার ম্যাচে ফেরার কোনওরকম সুযোগই পাননি। বক্সিংয়ে চলতি গেমসে এটিই ভারতের প্রথম সোনা জয়। তবে এখানেই শেষ নয়, আজ বক্সিং থেকে ভারত আরও সোনা জিততে পারে। আজই নিজের গোল্ড মেডেল ম্যাচে নামছেন অমিত পাংহাল (পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে) ও নিখাত জারিন (৪৮-৫০ কেজি লাইটওয়েট বিভাগে)।


সোনা ভাবিনার


নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কমনওয়েলথের প্যারা টেবিল টেনিস ইভেন্টে সোনা জয় ভাবিনা পটেলের। টোকিও প্যারালিম্পিক্সে রুপো জিতেছিলেন। সেখানে সোনা না জিততে পারার আক্ষেপ পুষিয়ে দিলেন কমনওয়েথ গেমসের মঞ্চ থেকে। প্যারা টেবিল টেনিসের মহিলাদের ৩-৫ সিঙ্গলসের ফাইনালে নাইজেরিয়ার ক্রিস্টিয়ানাকে ১২-১০, ১১-২, ১১-৯ পয়েন্টের ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন ভাবিনা (Bhavina Patel)। প্যারা টিটিতে ব্রোঞ্জ এনেছেন সোনালবেন মনুভাই পটেলের।


আরও পড়ুন: ইতিহাসের দোরগোড়ায় হরমনপ্রীতরা, সোনা জয়ের লড়াইয়ে অমিত, নিখাত