বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে আজ ক্রিকেটের ফাইনালে খেলতে নামছে হরমনপ্রীতরা (Harmanpreet Kaur)। এছাড়াও সোনা জয়ের লড়াইয়ে নামছেন অমিত পাঙ্ঘাল ও নিখাত জারিন। গতকাল কুস্তিতে (Wrestling) সোনা জিতেছেন রবি দাহিয়া ও ভিনেশ ফোগাট (Vinesh Pho)। দেখে নিন আজকে কমনওয়েলথ গেমসে ভারতের সূচি -


আজ কমনওয়েলথ গেমসের ভারতের সূচি -


মহিলা হকি


ভারত বনাম নিউজিল্যান্ড - ব্রোঞ্জ মেডেল ম্যাচ- খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর ১.৩০


ব্যাডমিন্টন (সেমিফাইনাল)


পিভি সিন্ধু বনাম জিয়াও মিন, দুপুর ২.২০


পুরুষদের সেমিফাইনালে খেলতে নামবেন লক্ষ্য সেন, খেলা শুরু বিকেল ৩.১০


কিদাম্বী শ্রীকান্ত সেমিফাইনালে নামবেন বিকেল ৩.১০ এ


বক্সিং


৪৫-৪৮কেজি বিভাগে ফাইনালে নামবেন নীতু, খেলা শুরু বিকেল ৩ থেকে


পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে ফাইনালে নামবেন অমিত পাঙ্ঘাল


সন্ধে ৭টায় ৪৮-৫০ কেজি বিভাগে লাইটওয়েট ফাইনালে নামবেন নিখাত জারিন


অ্যাথলেটিক্স 


পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল, খেলা শুরু দুপুর ২.৪৫-এ


মহিলাদের জ্যাভলিন থ্রো ফাইনাল, খেলা শুরু বিকেল ৪.০৫-এ


মহিলাদের ৪x১০০ মিটার রিলের ফাইনাল, খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৫.২৪-এ


টেবিল টেনিস


পুরুষদের ডাবলসে সেমিফাইনালে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি খেলতে নামবেন বিকেল ৪.৫০-এ


পুরুষদের ডাবলসে সোনা জয়ের ম্যাচে নামবেন শরথ কমল-জি সাথিয়ান জুটি, খেলা শুরু সন্ধে ৬.১৫-এ


সিঙ্গলসে সেমিফাইনালে খেলতে নামবেন শরথ কমল, খেলা শুরু রাত ৯.৫০-এ


স্কোয়াশ


মিক্সড ডাবলসে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল জুটি নামবেন, খেলা শুরু রাত ১০.৩০


ক্রিকেট


সোনা জয়ের লড়াইয়ে ক্রিকেটের ফাইনালে নামবে ভারত-অস্ট্রেলিয়া, ভারতীয় সময় রাত ৯.৩০ টা থেকে ম্যাচ শুরু


আরও পড়ুন: ব্যাট হাতে ঋষভ, বল হাতে আবেশ, অর্শদীপের দাপটে সিরিজ জিতল ভারত